মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫, ০৯:১৩ পূর্বাহ্ন

বিএনপির ৩৯ নেতার পদ রদবদল

বিএনপির ৩৯ নেতার পদ রদবদল

স্বদেশ ডেস্ক:

বিএনপির ৩৯ নেতার পদ রদবদল করা হয়েছে।

আজ শনিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, ভাইস চেয়ারম্যান, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল, যুগ্ম মহাসচিব, সাংগাঠনিক সম্পাদক, সহ সাংগঠনিক ও প্রচার সম্পাদক, সহ সম্পাদক এবং জাতীয় নির্বাহী কমিটিতে পদ অনুযায়ী দেয়া হলো:

ড. আসাদুজ্জামান রিপন ভাইস চেয়ারম্যান পদে আসীন হয়েছেন। সেই সাথে চেয়ারপারসনের উপদেষ্টা পদে জহির উদ্দিন স্বপন, ব্যারিস্টার এ এইচ এম মাহবুব উদ্দিন খোকন, অ্যাডভোকেট মজিবুর রহমান সরোয়ার, অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, হারুন অর রশিদ, লায়ন আসলাম চৌধুরী এফসিএ, রুহুল কুদ্দুস তালুকদার দুলু, ডা: সাখাওয়াত হাসান জীবন, বেবী নাজনীন, ইঞ্জিনিয়ার খালেদ হোসেন চৌধুরী পাহিন আসীন হয়েছেন।

যুগ্ম মহাসচিব পদে অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী আসীন হয়েছেন।

সাংগঠনিক পদে ঢাকা বিভাগ কাজী সাইয়েদুল আলম বাবুল, রাজশাহী বিভাগ অ্যাডভোকেট সৈয়দ শাহীন শওকত খালেক, সিলেট বিভাগে আলহাজ্ব জি কে গউছ, ময়মনসিংহ বিভাগে শরিফুল আলম।

সদ্য বিলুপ্ত কমিটি যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুকে বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক হিসেবে আসীন হয়েছেন।

সম্পাদক পদে প্রফেসর ড. মোর্শেদ হাসান খান গণশিক্ষা সম্পাদক, কৃষিবিদ শামীমুর রহমান শামীম গবেষণা বিষয়ক পদে আসীন হয়েছেন।

সহ-সাংগঠনিক পদে রাজশাহী বিভাগে আমিরুল ইসলাম খান আলীম, ঢাকা বিভাগে নজরুল ইসলাম আজাদ, রংপুর বিভাগে অধ্যাপক আমিনুল ইসলাম, চট্টগ্রাম বিভাগে ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন, ময়মনসিংহ বিভাগে আবু ওয়াহাব আকন্দ, সিলেট বিভাগে মিফতাহ সিদ্দিকীকে পদায়ন করা হয়েছে।

নাহিদ খান (সভাপতি, জর্জিয়া বিএনপি, ইউএসএ) সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে আসীন করা হয়েছে।

এছাড়া সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক পদে ডাক্তার শাহ মুহাম্মদ আমান উল্লাহ, সহ-তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এস এম সাইফ আলী পদে মনোনীত করা হয়েছে।

জালাল উদ্দিন মজুমদার, সৈয়দ জাহাঙ্গীর আলম, সায়েদুল হক সাঈদকে সহ-সাংগঠনিক সম্পাদকের পদ থেকে জাতীয় নির্বাহী কমিটিতে দেয়া হয়েছে।

সহ-সম্পাদক থেকে কৃষিবিদ চৌধুরী আব্দুল্লাহ আল ফারুক, ইঞ্জিনিয়ার এস এম গালিব, কয়সর এম আহমেদ, মহিউদ্দিন আহমেদ ঝিন্টু, গাজী মনির, রাশেদ ইকবাল খান জাতীয় নির্বাহী কমিটিতে দেয়া হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877