শনিবার, ১৮ মে ২০২৪, ০৫:৪৩ অপরাহ্ন

বোমা নয়, সেই লাগেজে পাওয়া গেল যুবকের দ্বিখণ্ডিত লাশ

বোমা নয়, সেই লাগেজে পাওয়া গেল যুবকের দ্বিখণ্ডিত লাশ

স্বদেশ ডেস্ক: বোমা নয়, অবশেষে ১২ ঘণ্টা পর আইনশৃংখলা বাহিনীর কড়া প্রহড়ায় থাকা লাল ট্রলি লাগেজের ভেতরে পাওয়া গেলো মাথা ও হাত-পাবিহীন যুবকের দ্বিখণ্ডিত লাশ।

আজ সোমবার সকালে ময়মনসিংহ নগরীর পাটগুদাম ব্রিজের কাছে রেখে যাওয়া লাগেজের ভেতর থেকে যুবকের লাশটি উদ্ধার করে পুলিশ। অজ্ঞাত যুবকের বয়স আনুমানিক ২৫-৩০ বছর।

পুলিশ সুপার শাহ আবিদ হোসেন জানান, নগরীর পাটগুদাম ব্রিজের কাছে গতকাল রোববার সকাল থেকে সারাদিন লাল রঙের একটি লাগেজ পড়ে থাকতে দেখে সন্ধ্যায় ট্রাফিক পুলিশের এক সদস্য পুলিশকে অবহিত করেন। বোমা সন্দেহে গতরাত ৮টা থেকে লাগেজটিকে ঘিরে রাখে পুলিশ ও র‌্যাব। খবর দেয়া হয় বোম ডিসপোজাল টিমকে। আজ সকাল ৯টার দিকে ঢাকা থেকে বোম ডিসপোজাল ইউনিট এসে লাগেজ থেকে পলিথিনে মোড়ানো মাথা ও হাত-পা বিহীন দ্বিখণ্ডিত যুবকের লাশ উদ্ধার করে।

তিনি বলেন, ধারণা করা হচ্ছে ঠাণ্ডা মাথায় হত্যার পর খন্ডিত করে লাশটি লাগেজের ভেতর রেখে ফেলে যায় দুর্বৃত্তরা। হত্যাকারীদের ধরার জন্য পুলিশ কাজ করছে। ময়নাতন্তের জন্য লাশ ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ সুপার বলেন, ‘এটা অ্যাবসুলেটলি ক্রিমিনাল কেস। কাজটা যেই করেছে খুবই ঠান্ডা মাথায় করেছে। মনে হয়, যথেষ্ট সর্তকতামূলক পন্থা অবলম্বন করেই কাজটা করা হয়েছে। তবে যেই করুক না কেন অপরাধের কিছু আলামত রেখে যায়। ফিঙ্গারপ্রিন্ট থাকে। পদ্ধতিগত যেসব বিষয় আছে, তা অনুসরণ করে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

এদিকে, রাতেই ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি নিবাস চন্দ্র মাঝি এবং র‌্যাবের সিইও লে. কর্নেল ইফতেখার উদ্দিনসহ ঊর্ধ্বতন কর্মকতারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877