স্বদেশ ডেস্ক:
বগুড়া সদরের মাটিডালীতে আইএফআইসি ব্যাংকের উপ-শাখার সিন্দুক ভেঙে ২৯ লাখ ৪০ হাজার ৬১৮ টাকা লুট করেছে দুর্বৃত্তরা।
বুধবার রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটে।
বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ সাইহান ওলিউল্লাহ জানান, এই ব্যাংকে ম্যানেজারসহ দুই কর্মকর্তা ও দু’জন কর্মচারী কর্মরত রয়েছেন। এখানে ব্যাংকের পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছিল না বলে পুলিশ জানিয়েছে।
ওসি জানান, বুধবার ব্যাংকের সিন্দুকে টাকা রেখে অফিস বন্ধ করে চলে যান কর্মকর্তারা। আজ বৃহস্পতিবার সকালে এসে দেখেন সিন্দুক ভেঙে টাকা খোয়া গেছে। মাটিডালী এলাকায় দ্বিতল ভবনের উপরের তলায় এ শাখা থাকলেও রাতে কোনো নৈশ প্রহরী ছিল না। এছাড়া এ ভবনের ছাদে অনায়াসে যাতায়াত করা যায়। তবে এখন পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি।