দেশজুড়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পালিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। সবার মতো ঈদের আনন্দে মেতেছে তারকারাও। অধিকাংশ চিত্রনায়কই আজ ঢাকায় ঈদ করছেন। এবার জেনে নেওয়া যাক কোন নায়ক কোথায় ঈদ করছেন…
চিত্রনায়ক শাকিব খান
ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান ঈদ করছেন ঢাকায়। গুলশানের আজাদ মসজিদে ঈদের নামাজ আদায় করেছেন। পরিবারের সঙ্গে সময় কাটিয়ে এরই মধ্যে তিনি ঘুরে বেড়াচ্ছেন সিনেমা হলগুলোতে। খোঁজ নিচ্ছেন তার মুক্তিপ্রাপ্ত ছবি ‘পাসওয়ার্ড’-এর।
চিত্রনায়ক ফেরদৌস
নায়ক ফেরদৌসের জন্ম ও বেড়ে ওঠা ঢাকা ক্যান্টনমেন্টে। বরাবরের মতো এবারও তিনি পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন। নামাজ পড়েছেন ক্যান্টনমেন্টের মসজিদে। বৃষ্টি কারণে আজ সারাদিন বাসায় থাকছেন বলে জানিয়েছেন এই অভিনেতা।
চিত্রনায়ক রিয়াজ
বনানী মসজিদে নামাজ আদায় করেছেন চিত্রনায়ক রিয়াজ। বরাবরের মতো এবারও পরিবারের সঙ্গেই দিনটি পালন করছেন তিনি।
চিত্রনায়ক জায়েদ খান
বেশ কয়েক বছর ধরে ঢাকায় ঈদ উদযাপন করছেন চিত্রনায়ক জায়েদ খান। যদিও আগে পিরোজপুরে ঈদের নামাজ আদায় করে, সেখানেই ঈদ উদযাপন করতেন এই চিত্রনায়ক। এবার ঈদেও ঢাকায় আছেন জায়েদ খান।
চিত্রনায়ক সাইমন সাদিক
সাইমন সাদিকের গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলার কলাপাড়া গ্রামে। এবার ঈদে গ্রামের বাড়িতে গেছেন নায়ক সাইমন সাদিক। আর ঈদের নামাজ আদায় করেছেন ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ ময়দানে।
অভিনেতা সিয়াম আহমেদ
বর্তমান সময়ের আলোচিত নায়ক সিয়াম আহমেদ ঈদ করছেন ঢাকায়। সন্ধ্যায় বন্ধুদের সঙ্গে আড্ডায় মাতবেন এই অভিনেতা।