বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৮:১২ অপরাহ্ন

মিসরে ৪ হাজার বছরের কাঠের কফিন……!

মিসরে ৪ হাজার বছরের কাঠের কফিন……!

স্বদেশ ডেস্ক: আধুনিক বিজ্ঞানকে রীতিমতো হতবাক করে দিচ্ছে মিসরের প্রাচীন সভ্যতা। পুরাকীর্তির খনি দেশটির হাজারবর্ষী পিরামিড সমাধিক্ষেত্রগুলো থেকে প্রায় প্রতিনিয়তই মিলছে নতুন নতুন আশ্চর্য। আধুনিক বিজ্ঞানকে রীতিমতো হতবাক করে দিচ্ছে মিসরের প্রাচীন সভ্যতা। পুরাকীর্তির খনি দেশটির হাজারবর্ষী পিরামিড সমাধিক্ষেত্রগুলো থেকে প্রায় প্রতিনিয়তই মিলছে নতুন নতুন আশ্চর্য। সেই ধারাবাহিকতায় এবার পাওয়া গেল ২০টি সুরক্ষিত কাঠের কফিন। সূক্ষ্ম রঙের কাজ করা ও শিল্প সমৃদ্ধ কফিনগুলো প্রাচীন শহর লুজরের একটি সমাধি খুঁড়ে বের করেছে দেশটির প্রতœতাত্ত্বিকরা। আসাসিফ নেক্রপোলিস নামের সমাধিটির অবস্থান লুজন নদীর পশ্চিম পাড়ে হাতসহেপসুত মন্দিরের পাশে। প্রতœতত্ত্ব মন্ত্রণালয়ের মতে, কফিনগুলো এতটাই আনকোরা যে দেখে মনে হয় এইমাত্র কেউ রেখে গেছে। কিন্তু বাস্তবিক এগুলো অন্তত খ্রিস্টপূর্ব ১৯৯৪ থেকে ৩৩২ খিস্টাব্দের মধ্যে সংরক্ষণ করা হয়েছিল। সেই হিসাবে কফিনগুলো অন্তত ৪ হাজার বছরের পুরনো। এই আবিষ্কারকে গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে বড় ও গুরুত্বপূর্ণ বলে আখ্যায়িত করেন প্রতœতাত্ত্বিকরা। প্রতœ বিশেষজ্ঞরা এ ব্যাপারে বিস্তারিত আর কোনো তথ্য দেননি। তবে এর সূক্ষ্ম কারুকাজ, খোদাই করা কফিনগুলোর মনোমুগ্ধকর কিছু ছবি প্রকাশ করেছেন।-রয়টার্স।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877