হাকিকুল ইসলাম খোকন, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: আগামী ২৬ অক্টোবর ২০১৯ শনিবার যুক্তরাষ্ট্রের ইয়েল ইউনিভার্সিটিতে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কাজ করা আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন ডিসট্রেসড চিলড্রেন এন্ড ইনফ্যান্টস ইন্টারন্যাশনাল (ডিসিআই) এর ৭ম সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সংগঠনটির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড. এহসান হক ও প্রেসিডেন্ট ব্রায়ান এম. ডেব্রফ এম.ডি এফ.এ. সি. এস (Brian M. DeBroff, M.D., F.A.C.S) জানিয়েছেন, প্রতি দুই বছর পর পর অনুষ্ঠিত সংগঠনের এবারের সম্মেলনের প্রস্তুতি একেবারে শেষের দিকে।
ডিসিআই’র এবারের সম্মেলনে গেস্ট স্পীকার হিসেবে উপস্থিত থাকবেন কানেক্টিকাটের সিনেটর রিচার্ড ব্লুমেন্থাল (Richard Blumenthal), বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রী ড. এ. কে আব্দুল মোমেন, বাংলাদেশে নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা, জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন, ব্র্যাকের এক্সিকিউটিভ ডিরেক্টর ড. মুহাম্মদ মুছা, Sightsavers, Haywards Heath, UK এর CEO ড. কারোলিন হার্পার (Dr, caroline Harper), বাংলাদেশ ডায়াবেটিস সমিতির সভাপতি প্রফেসর এ. কে আজাদ, বাংলাদেশের বিশিষ্ট অভিনেত্রী ও ডিসিআই এর গুডউইল এ্যাম্বাসেডর ববিতা আক্তার, জনপ্রিয় কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন, বাংলাদেশ ডায়াবেটিস সমিতির চীফ কো-অর্ডিনেটর ড. আব্দুল মজিদ, টেলিভিশন ব্যক্তিত্ব ও পাক্ষিক প্রবাস মেলা’র উপদেষ্টা মামুন ইমতিয়াজ, প্রফেসর ড. রাগিব আহসান, ড. হোসনে আরা বেগম, ড. ইনামুল হক সহ অনেকে ।
উল্লেখ্য, ডিসট্রেডস চিলড্রেন এ্যান্ড ইনফ্যান্টস ইন্টারন্যাশনাল (ডিসিআই) ও রাইটস এন্ড সাইট ফর চিলড্রেন (আরএসসি) যৌথ উদ্যোগে দীর্ঘ দিন ধরে শিশুশ্রম রোধ, শিশু অধিকার সুরক্ষা ও অন্ধত্ব নিবারণের লক্ষ্যে বাংলাদেশে সহ পৃথিবীর বিভিন্ন দেশে কাজ করে যাচ্ছেন। ড. এহসান হক নিজের বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকেই ২০০৩ সালে যুক্তরাষ্ট্রের ইয়েল ইউনিভার্সিটিতে ডিসট্রেসড চিলড্রেন এন্ড ইনফ্যান্টস ইন্টারন্যাশনাল (ডিসিআই) নামক আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠনটি প্রতিষ্ঠা করেন। গরীব শিশুদের পড়ালেখাসহ তাদের মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্যই মূলত এর যাত্রা শুরু হয়। (সংগঠনটি সম্পর্কে বিস্তারিত https://distressedchildren.org/ ).