হুট করে রাস্তার ওপরে চলে আসে একটি ছাগল। আর সেটাকে বাঁচাতে গিয়েই চারটি মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ হারান সজীব হোসেন (২৪) নামে এক যুবক।তিনি শ্রীপুর উপজেলার গাজিয়ারন গ্রামের বাসিন্দা।
গতকাল বুধবার বিকেলে গাজীপুরের মাওনা-গফরগাঁও আঞ্চলিক মহাসড়কের দুর্লভপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।এ ঘটনায় গুরুতর আহত আরও সাত মোটরসাইকেল আরোহীকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে,দুজন আরোহীসহ বেপরোয়া গতির একটি মোটরসাইকেল ছাগল বাঁচাতে গিয়ে আঞ্চলিক মহাসড়কে দুর্ঘটনায় পড়ে। ওই সময় পেছনে থাকা বাকি তিনটি বেপরোয়া গতির মোটরসাইকেলের সঙ্গে ওই মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে চার মোটরসাইকেলের আট আরোহী আহত হন।
পরে গুরুতর আহত চারজনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সজীব।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) জীবন কুমার জানান,মোটরসাইকেল চারটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে।