শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৩৫ পূর্বাহ্ন

প্রোটোকল ভেঙে রানির পিঠ স্পর্শ, বিতর্কে ট্রাম্প

প্রোটোকল ভেঙে রানির পিঠ স্পর্শ, বিতর্কে ট্রাম্প

বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ে না মার্কিন প্রেসিডেন্ট ডোলান্ড ট্রাম্পের। তিন দিনের সফরে ব্রিটেনে এসেও একের পর এক বিতর্কে জড়িয়ে পড়লেন তিনি। প্রথমে ব্রিটেনের মেয়র সাদিক খানকে আক্রমণ করে বিতর্কিত মন্তব্য। এরপর খোদ রানি ভিক্টোরিয়ার শরীর স্পর্শ করে প্রোটোকল ভাঙার অভিযোগ উঠেছে মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে।

একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, গত সোমবার বাকিংহাম প্যালেসে রানি এলিজাবেথের সঙ্গে বিশেষ বৈঠকে যোগ দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প ৷ সেই সাক্ষাতের সময়ই ইংল্যান্ডের রাজপ্রাসাদে প্রোটোকল ভেঙে রানি দ্বিতীয় এলিজাবেথকে স্পর্শ করায় সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্ক শুরু হয়েছে।

বৈঠকে দ্বিতীয় বিশ্বযুদ্ধে রানি দ্বিতীয় এলিজাবেথের ভূমিকার ভূয়শী প্রশংসা করে বিবৃতি দেন ডোনাল্ড ট্রাম্প। বিবৃতির শেষে উঠে দাঁড়ানোর সময় ৯৩ বছর বয়সী রানির পিঠে হাত দিয়ে স্পর্শ করেন তিনি। এরপরই রয়্যাল পরিবারের আভিজাত্যের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট কতটা ওয়াকিবহাল তা নিয়ে প্রশ্ন ওঠে।

উল্লেখ্য, অলিখিত প্রচলন রয়েছে, স্পর্শ করা যায় না রানি ভিক্টোরিয়াকে। তবে রয়্যাল পরিবারের সঙ্গে কেমন আচরণ করা উচিত, তার লিখিত কোনো উল্লেখ নেই। এমনকি রয়্যাল পরিবারের ওয়েবসাইটেও এ বিষয়ে কিছু বলা নেই। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, বেশ কিছু অলিখিত নিয়ম রয়্যাল পরিবারে মেনে আসা হচ্ছে, যা আমন্ত্রিত অতিথিরাও ওয়াকিবহাল থাকেন। সে ক্ষেত্রে বরাবরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উলটো পথে হেঁটেছেন।

এর আগে রানির সঙ্গে সাক্ষাতের সময়ও বিতর্ক তৈরি হয়েছিল। একসঙ্গে হাঁটার সময় রানিকে ছাড়িয়ে কয়েক কদম এগিয়ে যান মার্কিন প্রেসিডেন্ট। যা রয়্যাল পরিবারে অভব্য আচরণ বলে মনে করা হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877