রবিবার, ০৫ মে ২০২৪, ১১:২৮ পূর্বাহ্ন

বিশ্বের কনিষ্ঠতম ক্রিকেটারের একদিনের ম্যাচে ২শ’ রান..

বিশ্বের কনিষ্ঠতম ক্রিকেটারের একদিনের ম্যাচে ২শ’ রান..

স্বদেশ ডেস্ক: বেঙ্গালুরুতে ঝাড়খন্ডের বিরুদ্ধে দ্বিশতরানের ইনিংস খেলল যশস্বী। ভারত তো বটেই, বিশ্ব ক্রিকেটে যশস্বীই তরুণ ক্রিকেটার, যার দখলে এল দ্বিশতরান। বিজয় হাজারে ট্রফিতে ১৫৪ বলে ২০৩ রানের একটি অত্যাশ্চর্য্য ইনিংস খেলেছে মুম্বইয়ের এই তরুণ তুর্কি। এই মুহুর্তে ভারতীয় ক্রিকেট তো বটেই বিশ্ব ক্রিকেটেও যশস্বী জয়সওয়াল এক বিস্ময়ের নাম। বেঙ্গালুরুতে ঝাড়খন্ডের বিরুদ্ধে দ্বি-শতরানের ইনিংস খেলল যশস্বী। ভারত তো বটেই, বিশ্ব ক্রিকেটে যশস্বীই তরুণ ক্রিকেটার, যার দখলে এল দ্বিশতরান। বিজয় হাজারে ট্রফিতে ১৫৪ বলে ২০৩ রানের একটি অত্যাশ্চর্য্য ইনিংসে খেলেছে মুম্বইয়ের এই তরুণ তুর্কি। বিগত চার ম্যাচে, পরপর অর্ধশতরানের ইনিংসও এসেছিল যশস্বীর ব্যাট থেকে। বল হাতেও এসেছে উইকেট। তবে শতরানের মুখ দেখেনি মুম্বইয়ের এই ওপেনার। অবশেষে শেষ হল সেই প্রতীক্ষার। শচিন তেন্ডুলকর, বীরেন্দ্র সেহবাগ, রোহিত শর্মা, শিখর ধাওয়ান, কেভি কৌশল, সঞ্জু স্যামসনের পর সপ্তম ভারতীয় ক্রিকেটার হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে দ্বি-শতরানের নজির গড়ল যশস্বী জয়সওয়াল। প্রথম শ্রেণির ক্রিকেটে সর্বাধিক তিনটি দ্বিশতরানের রেকর্ড রয়েছে আরও এক মুম্বইের খেলোয়াড় রোহিত শর্মার। আন্তর্জাতিক ক্রিকেটও সর্বোচ্চ স্কোর এবং সর্বাধিক দ্বিশতরানের মালিকও তিনি। রোহিত ছাড়াও আন্তর্জাতিক ক্রিকেটে দ্বিশতরান রয়েছে সচিন রমেশ তেন্ডুলকর ও বীরেন্দ্র সেহবাগ। দক্ষিণ আফ্রিকা এ দলের বিরুদ্ধে একটি অনুশীলন ম্যাচে দ্বিশতরান (২৪৮) রয়েছে শিখরের। বিজয় হাজারে ট্রফিতে দিন কয়েক আগেই দ্বিশতরান করেছেন সঞ্জুও। তিনি দ্রুততম দ্বিশতরানের রেকর্ড করেছেন। সেই তালিকায় সর্বকনিষ্ঠ হিসেবে নাম নথিভুক্ত করল যশস্বী জয়সওয়াল।
ঝাড়খন্ডের বিরুদ্ধে তার অত্যাশ্চর্য ইনিংস। যাতে রয়েছে ১২টি ওভার বাউন্ডারি। রয়েছে ১৭টি বাউন্ডারি। নিজের পারফরম্যন্সের প্রাক্তন ভারতীয় ওপেনার ওয়াসিম জাফরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে যশস্বী। যশস্বী এ পর্যন্ত ৫টি ম্যাচ খেলেছে। এই ৫ ইনিংসেই তিনি করেছেন ৫৮৫ রান। তামিলনাড়–র বাবা অপরাজিতকে টপকে এই ম্ম্বুইকরই এখন চলতি বিজয় হাজারে ট্রফিতে সর্বোচ্চ রানের মালিক।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877