শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৬:২০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
এইচআইভিতে ভারতের শীর্ষে মিজোরাম…!!!

এইচআইভিতে ভারতের শীর্ষে মিজোরাম…!!!

স্বদেশ ডেস্ক: মিজোরাম স্টেট এইডস কন্ট্রোল সোসাইটির(এমএসএসিএস) আর একটি রিপোর্ট থেকে জানা যাচ্ছে, রাজ্যে রোজ গড়ে ৯ জনের রক্তপরীক্ষায় এইচআইভি পজিটিভ ধরা পড়ছে। অপর এক রিপোর্ট অনুযায়ী, এইচআইভি ভাইরাস সংক্রমণ প্রবণতা যে রাজ্যগুলিতে সব থেকে বেশি, সেই তালিকায় মিজোরাম শীর্ষ স্থানে রয়েছে (২.৪ শতাংশ)। হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস বা এইচআইভি এখন মিজোরাম সরকারের মাথাব্যথার কারণ। রিপোর্ট বলছে, দেশের বাকি রাজ্যকে পিছনে ফেলে এইচআইভি প্রসারে শীর্ষে উঠে এসছে মিজোরাম। স্বাভাবিক কারণেই মিজোরাম প্রশাসনের কাছে বিষয়টি উদ্বেগের।
মিজোরাম স্টেট কন্ট্রোল সোসাইটির কার্যনির্বাহী অধিকর্তা ডক্টর লালথালেংলিনীর জানান, এইচআইভি পজিটিভ কেসগুলি বিশ্লেষণ করলে দেখা যায়, ২৫ থেকে ৩৪ বছর বয়সি যুবক-যুবতীর মধ্যে এই রোগ সংক্রমণের প্রবণতা সবথেকে বেশি। পাশাপাশি ৩৫ থেকে ৪৯ বছর বয়সি পুরুষ ও নারীদের মধ্যেও এই রোগ সংক্রমণের প্রবণতা দেখতে পাওয়া যাচ্ছে। তিনি জানান, ১৫ থেকে ২৪ বছর বয়সি তরুণ-তরুণীরাও আক্রান্তের তালিকায় রয়েছেন। এই তিনটি বয়সের গ্রুপের ক্ষেত্রে এইচআইভি বিস্তারের হার যথাক্রমে ৪২.৩৮%, ২৬.৪৬% এবং ২৩.০%। মিজোরামে বিপুল হারে এইচআইভি ছড়িয়ে যাওয়ার কারণ হিসাবে অসুরক্ষিত যৌন সংসর্গকেই দায়ী করছেন বিশেষজ্ঞ মহলের একাংশ। বর্তমানে এই রাজ্যে অসুরক্ষিত যৌন সংসর্গের মাধ্যেমে এই মারণ রোগ ছড়িয়ে পড়ার হার প্রায় ৬৭.২১ শতাংশ ছুঁয়েছে। ১ শতাংশের বেশি সংক্রমণ হচ্ছে সমকামিতার কারণে। এ ছাড়া সংক্রামিত ছুঁচ ও ব্লেড ব্যবহারের কারণে প্রায় ২৮.১২ শতাংশ এইচআইভি ভাইরাসের শিকার হচ্ছেন বলে একটি বিশেষ রির্পোটে উল্লেখ করা হয়েছে।
এইচআইভির এই বাড়-বাড়ন্ত রুখতে রাজ্যব্যাপী সচেতনতা গড়ে তোলার ডাক দিয়েছেন মিজোরামের মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গা। ন্যাশনাল কন্ট্রোল অর্গানাইজেশনের (ন্যাকো) একটি তথ্য মারফত জানা যায়, ২০১৭ সালে দেশজুড়ে প্রায় ৬৯ হাজারের বেশি মানুষ প্রাণ হারায় এইডসের আক্রমণে। পাশাপাশি ন্যাকোর অপর একটি রিপোর্টে দেখা যায় অসম, বিহার, ঝাড়খন্ড, হরিয়ানা, দিল্লি ও উত্তরাখন্ডে এইডসের কারণে মৃত্যুর সংখ্যা তাৎপর্যপূর্ণ ভাবে কমেছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877