স্বদেশ ডেস্ক: কেরিয়ারের দিক থেকে সময়টা দারুণ যাচ্ছে অভিনেত্রী রাধিকা আপ্তের। বড় পর্দা থেকে ওয়েব সিরিজÑসবেতেই সমান স্বচ্ছন্দ তিনি। সম্প্রতি একটি সাক্ষাৎকারে, কথায় কথায় উঠে এল নানা প্রসঙ্গ। উচিতবক্তা হওয়া থেকে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে একসঙ্গে কাজ করা কিংবা বিয়ের অভিজ্ঞতাÑসবকিছু নিয়েই অকপটে কথা বললেন রাধিকা। জানালেন, তাঁর বিয়ের দিনের পোশাক হিসেবে বেছে নিয়েছেন ঠাকুমার পুরনো শাড়ি। কেন এমন করেছিলেন? শুনে নিন তাঁর নিজের জবানিতেই… ‘বিয়ে করব যখন ঠিক করলাম, তখনই সিদ্ধান্ত নিয়েছিলাম ঠাকুমার পুরনো শাড়ি পরব। রেজিস্ট্রির দিন ওই শাড়িটি পরেছিলাম। গোটা শাড়িতে অজগ্র ছিদ্র ছিল। তবুও সেই শাড়িটাই পরেছিলাম কারণ আমার ঠাকুমা এই দুনিয়ায় আমার সবচেয়ে প্রিয় মানুষ। আর সত্যি কথা বলতে কি বাহারি পোশাকের পিছনে অযথা খরচ করায় আমি একেবারেই বিশ্বাসী নই। হ্যাঁ, অন্য সব মেয়ের মতো আমিও চেয়েছিলাম বিয়েতে আমাকেও সুন্দর দেখতে লাগুক। রিসেপশন পার্টির জন্যে একটা ড্রেস কিনেছিলাম। কিন্তু বিশ্বাস করবেন কি না জানি না, তার দামও ১০ হাজারের বেশি ছিল না। আরও একটা মজার কথা বলি। ওই ড্রেসটাও একেবারে শেষ মুহূর্তে কিনেছিলাম, কারণ সময় থাকতে ড্রেস কেনার কথা মাথায় ছিল না। পোশাক নিয়ে বেশি ভাবনাচিন্তা করতে আমার একেবারেই ভালো লাগে না।’