বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৫:০৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
নেতানিয়াহুর একগুঁয়েমির কারণে মধ্যস্তকারীর ভূমিকা থেকে সরে যাবে কাতার!

নেতানিয়াহুর একগুঁয়েমির কারণে মধ্যস্তকারীর ভূমিকা থেকে সরে যাবে কাতার!

স্বদেশ ডেস্ক

ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর একগুঁয়েমির কারণে মধ্যস্তকারীর ভূমিকা থেকে সরে যেতে পারে কাতার। দোহায় এক সংবাদ সম্মেলনে এরই আভাস দিয়েছে দেশটির প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আবদুল রহমান বিন জসিম আল-থানি।

তিনি বলেন, কাতার সমালোচনার শিকার হওয়ার পর ইসরাইল ও হামাসের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে তার ভূমিকার পুনর্মূল্যায়ন করছে।

তিনি আরো বলেন, ‘কাতারের ভূমিকার শোষণ ও অপব্যবহার রয়েছে। কাতার পয়েন্ট-স্কোরিংয়ের শিকার হয়েছে। রাজনীতিবিদরা কাতার রাষ্ট্রকে ছোট করে নির্বাচনী প্রচার চালানোর চেষ্টা করছে।’ তবে এ সময় কোনো রাজনীতিকের নাম উল্লেখ করেননি আল-থানি।

উল্লেখ্য, কাতার, মার্কিন যুক্তরাষ্ট্র ও মিসরের সাথে মিলে গাজা যুদ্ধবিরতির লক্ষ্যে অন্তরালে কাজ করেছিল কাতার।

সূত্র : টাইমস অফ ইসরাইল

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877