স্বদেশ ডেস্ক:
আফগানিস্তানের পূর্বাঞ্চলে একটি থানার কাছে বুধবার গাড়ি বোমা বিস্ফোরণে কমপক্ষে দুই পুলিশ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন ২০ শিশু এবং ছয় পুলিশ সদস্য। কর্মকর্তারা একথা জানিয়েছেন। খবর এএফপি’র।
লাগমান প্রদেশ গভর্নরের মুখপাত্র আসাদুল্লাহ দৌলতজাই জানান, পুলিশ সদরদফতরের বাইরে এ বোমা বিস্ফোরণে পার্শ্ববর্তী স্থানে অবস্থিত একটি মাদ্রাসাও আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
তিনি বলেন, ‘বিস্ফোরণে ভেঙ্গে পড়া কাঁচের টুকরোর আঘাতে এসব শিক্ষার্থী আহত হয়। প্রায় ২০ শিক্ষার্থী আহত হয়েছে বলে তিনি উল্লেখ করেন।’
এ হামলায় ছয় পুলিশ সদস্যও আহত হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিহতের সংখ্যা নিশ্চিত করে এ হামলায় তালেবানকে দায়ী করে। তবে এ হামলার ব্যাপারে তাৎক্ষণিকভাবে তালেবানের কোনো মন্তব্য পাওয়া যায়নি।
আফগানিস্তান বর্তমানে প্রথম দফার প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলের অপেক্ষায় রয়েছে। গত মাসে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।