বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫, ০৪:৪৯ পূর্বাহ্ন

সোহেলের মুক্তির দাবিতে নয়াপল্টনে মিছিল, পুলিশের বাধা

সোহেলের মুক্তির দাবিতে নয়াপল্টনে মিছিল, পুলিশের বাধা

স্বদেশ ডেস্ক

বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন-নবী খান সোহেলসহ রাজবন্দীদের মুক্তির দাবিতে রাজধানীর নয়াপল্টনে মিছিল করেছে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন।

আজ শনিবার দুপুরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর নেতৃত্বে এ মিছিলটি অনুষ্ঠিত হয়।

মিছিলটি নয়াপল্টন থেকে শুরু করে কাকরাইলের দিকে গেলে পুলিশ তাতে বাধা দেয়।

এসময় রুহুল কবীর রিজভী বলেন, হাবিব উন-নবী সোহেলকে অন্যায়ভাবে সাজা দিয়ে আটকে রাখা হয়েছে। আমরা তার মুক্তির দাবিতে শান্তিপূর্ণ মিছিল করতে চাইলে পুলিশ সেটিও বাধা দিয়েছে। আমি এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে হাবিব উন-নবী সোহেলসহ কারগারে বন্দি সকল রাজবন্দীদের মুক্তির দাবি করছি।

মিছিলে আরো অংশ নেন মৎস্যজীবী দলের সদস্য সচিব আব্দুর রহিম, স্বেচ্ছাসেবক দল নেতা ডাঃ জাহিদুল কবির, নজরুল ইসলাম, যুবদলের মেহবুব মাসুম শান্ত, সাবেক ছাত্রদল নেতা তারিকুল ইসলাম, ছাত্রদল নেতা ডা. তৌহিদুর রহমান আউয়ালসহ কয়েক শ’ নেতাকর্মী।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877