স্বদেশ ডেস্ক:
দেশের চার বিভাগের ওপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহ আরও বাড়তে পারে। এ কারণে চার বিভাগে হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অফিস।
আজ বুধবার এ তথ্য নিশ্চিত করেন আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ। তিনি বলেন, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে বয়ে যাচ্ছে তাপপ্রবাহ। তা পরবর্তী ৭২ ঘণ্টা অব্যাহত থাকতে পারে।
হিট অ্যালার্ট জারির কারণ জানাতে গিয়ে এই আবহাওয়াবিদ বলেন, তাপপ্রবাহ আজ একটু কম। তবে আগামী দুই দিন বাড়বে। তাই হিট অ্যালার্ট জারি করা হয়েছে।
আজ বিকেল পর্যন্ত দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে পাবনার ঈশ্বরদীতে ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। একই সমসে ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৩৬ ডিগ্রি সেলসিয়াস।
আজ সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে রয়েছে।