শনিবার, ১২ জুলাই ২০২৫, ০৪:৫৭ পূর্বাহ্ন

রাজধানীতে আগুনে পুড়ল ১৪ বাস

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ১ এপ্রিল, ২০২৪

স্বদেশ ডেস্ক

রাজধানীর ডেমরার ধার্মিকপাড়ায় গ্যারেজে থাকা লন্ডন এক্সপ্রেস পরিবহনের ভলভো বাসে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ সোমবার রাত ৯টা ৪৮ মিনিটেদের দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা। তবে গ্যারেজে থাকা ১৪টি বাস পুড়ে গেছে।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা আনারুল ইসলাম রাত ১০টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গ্যারেজে থাকা ১৪টি বাসে আগুন লাগে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানা যায়নি।

আজ রাত ৮টা ৫০ মিনিটে আগুন লাগার খবর পান বলে জানান ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ দিন খালিদ। তখন তিনি জানান, ডেমরার কোনাপাড়ার ধার্মিকপাড়ায় গ্যারেজে থাকা কয়েকটি ভলভো বাসে আগুন লাগার খবর আসে। খবর পেয়ে প্রথমে আগুন নিয়ন্ত্রণে ডেমরা ফায়ার স্টেশনের দুটি ইউনিট ও পরে সিদ্দিকবাজার থেকে আরও চারটি ইউনিট যোগ দেয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ