শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৬:৪৩ অপরাহ্ন

যেকোনো দিন কাওরান বাজার স্থানান্তরের কাজ শুরু

যেকোনো দিন কাওরান বাজার স্থানান্তরের কাজ শুরু

স্বদেশ ডেস্ক

ঈদুল ফিতরের পর যেকোনো দিন রাজধানীর কাওরানবাজার থেকে সমস্ত দোকানপাট স্থানান্তর করা হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের অঞ্চল-৫ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মোতাকাব্বীর আহমেদ।

আজ বৃহস্পতিবার কাওরানবাজারে ডিএনসিসির আঞ্চলিক কার্যালয় সামনে তিনি এসব কথা বলেন।

মোতাকাব্বীর আহমেদ বলেন, এরই মধ্যে ডিএনসিসির অফিস স্থানান্তর কাজ শুরু হয়েছে। ঈদের পর ডিএনসিসির নিজস্ব ভবন ভেঙে ফেলা হবে। এরপর অন্যান্য দোকান স্থানান্তর করা হবে। এখানকার দোকানগুলো গাবতলীতে উত্তর সিটি করপোরেশনের মার্কেটে স্থানান্তর করা হচ্ছে।

পর্যায়ক্রমে সবাইকে পুনর্বাসন করা হবে জানিয়ে মুতাকাব্বির আহমদ বলেন, কাওরানবাজারে ১৭৬টি স্থায়ী দোকান এবং ১৮০টি অস্থায়ী দোকান রয়েছে। সামনে আর কোনো বাজার থাকবে না এবং কোনো খুচরা ব্যবসায়ী থাকবে না।

তবে ব্যবসায়ীরা চান সবগুলো দোকান এক জায়গায় স্থানান্তর করলে ভালো হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877