শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ০৯:২৮ পূর্বাহ্ন

ফরিদপুরে ৫০ কেজি ইলিশসহ ৬৭ জেলে আটক

ফরিদপুরে ৫০ কেজি ইলিশসহ ৬৭ জেলে আটক

স্বদেশ ডেস্ক:

ফরিদপুরের সদরপুর উপজেলায় নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরার অপরাধে ৬৭ জেলেকে আটক করা হয়েছে। একই সময় প্রায় ৭০ হাজার মিটার কারেন্ট জাল ও ৫০ কেজি মা ইলিশ জব্দ করা হয়।

আটককৃতদের মধ্যে ভ্রাম্যমান আদালতে একজনকে এক বছরের ও ৫৮ জনকে এক মাসের করে কারাদণ্ড দেয়া হয়েছে। অবশিষ্ট আটজন কিশোর হওয়ায় তাদের মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় ছেড়ে দেয়া হয়।

জানা গেছে, সোমবার দিবাগত রাত থেকে আজ মঙ্গলবার ভোর পর্যন্ত সদরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজল চন্দ্র শীলের নেতৃত্বে পদ্মা ও আড়িয়াল খাঁ নদে ভ্রাম্যমান আদালতের অভিযান চালানো হয়। এসময় জেলা মৎস্য কর্মকর্তা মো: মনিরুল ইসলাম ও উপজেলা মৎস্য কর্মকর্তা বাপ্পি কুমার দাশ উপস্থিত ছিলেন।

জব্দকৃত জালগুলো নদীতীরে পুড়িয়ে ফেলা হয় ও ইলিশ মাছগুলো বিভিন্ন এতিমখানা ও মাদরাসায় বিতরণ করা হয় বলে জানানো হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877