শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ০৯:১৯ পূর্বাহ্ন

যৌথভাবে বুকার পুরস্কার পেলেন মার্গারেট অ্যাটউড এবং বার্নারডিন ইভারিস্তো

যৌথভাবে বুকার পুরস্কার পেলেন মার্গারেট অ্যাটউড এবং বার্নারডিন ইভারিস্তো

স্বদেশ ডেস্ক:

এ বছর যৌথভাবে মর্যাদাপূর্ণ বুকার পুরস্কার পেলেন কানাডিয়ান লেখক মার্গারেট অ্যাটউড এবং অ্যাংলো-নাইজেরিয়ান বার্নারডিন ইভারিস্তো। অ্যাটউড তার ‘দ্য টেক্সামেন্ট’ উপন্যাসের জন্য এই সম্মান অর্জন করেন। এ নিয়ে তিনবার বুকার পুরস্কারে ভূষিত হলেন তিনি। আর ইভারিস্তো ‘গার্ল, ওমেন, আদার্স’ উপন্যাসের জন্য পুরস্কার পান।

বুকারের ৫০তম বার্ষিকীতে লন্ডনের গিন্ডহলে এক অনুষ্ঠানে তাদের এ পুরস্কার হস্তান্তর করা হবে। পুরস্কারের ৫০ হাজার পাউন্ড দুই লেখক সমানভাবে পাবেন। বুকার পুরস্কারের পাঁচ সদস্যের জুরি বোর্ড আজ তাদের নাম ঘোষণা করেছে।

মার্গারেট অ্যাটউড (৭৯) এর আগে ১৯৭৪ ও ১৯৯৭ সালে বুকার পুরস্কার লাভ করেন।

এ বছর শর্টলিস্টে যে ছয়জন লেখক বাছাই হয় তাদের চারজনই নারী।

ইভারিস্তো (৬০) এই পুরস্কার পাওয়ার প্রতিক্রিয়ায় আনন্দ প্রকাশ করে বলেন, ‘আমিই প্রথম কৃষ্ণাঙ্গ নারী হিসেবে এই পুরস্কারের সম্মান অর্জন করেছি।’

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877