শনিবার, ০১ Jun ২০২৪, ১১:৫০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সিয়াম নেপালে আটক হয়েছে বলে শুনেছি : ডিবি হারুন জিয়া ছাড়া কোনো সেক্টর কমান্ডার যুদ্ধক্ষেত্রে ছিলেন না: মির্জা আব্বাস দুবাই নিয়ে তরুণীদের অনৈতিক কাজে বাধ্য করতেন তারা চট্টগ্রাম-কক্সবাজার রুটের বিশেষ ট্রেনটি আবার চালুর ঘোষণা, চলবে যত দিন ‘অল আয়েস অন রাফা’ : বিশ্বজুড়ে যা প্রায় ৫০ মিলিয়ন লোক শেয়ার করছে মানুষের বেঁচে থাকার কোনো অবলম্বনই সরকার রাখেনি : রিজভী রোহিঙ্গাদের নিয়ে করা আশঙ্কার আলামত দেখা যাচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির বিরুদ্ধে প্রচার চালানো হতো এমন ১৪৮ অ্যাকাউন্ট ও পেজ সরিয়েছে ফেসবুক পাসপোর্ট থেকে ‘ইসরাইল ব্যতীত’ শব্দ মুছে ফেলা দুঃখজনক : মোমেন পৃথিবীর কোনো দেশেই গণতন্ত্র পারফেক্ট নয় : ওবায়দুল কাদের
আফগানিস্তানে তালেবানের রাজনৈতিক ঘাঁটিতে আত্মঘাতী হামলা

আফগানিস্তানে তালেবানের রাজনৈতিক ঘাঁটিতে আত্মঘাতী হামলা

স্বদেশ ডেস্ক

আফগানিস্তানের দক্ষিণাঞ্চলের শহর কান্দাহারে বৃহস্পতিবার ভোরে আত্মঘাতী বোমা হামলায় অন্তত তিনজন নিহত এবং এক ডজনেরও বেশি লোক আহত হয়েছেন। কান্দাহারে তালেবানের রাজনৈতিক সদরদফতর অবস্থিত।

তালেবান কর্তৃপক্ষ বলেছে, সরকার-পরিচালিত নিউ কাবুল ব্যাংক-এর বাইরে লোকজন তাদের বেতন নেয়ার জন্য সমবেত হওয়ার সময় এক আত্মঘাতী বোমাবাজ তাদের শরীরে বাঁধা বোমায় বিস্ফোরণ ঘটায়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় কর্মকর্তারা জানান যে আহতদের একটি স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এদের মধ্যে কেউ কেউ গুরুতর ভাবে আহত হন। তালেবানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কাবুলে বলেন, এই আক্রমণের বিষয়ে তদন্ত করা হচ্ছে।

এই প্রাণনাশী বোমা হামলার দায় তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী স্বীকার করেনি।

তালেবানের সর্বোচ্চ নেতা,হিবাতুল্লাহ আখুনজাদা কান্দাহারে বাস করেন। তিনি সেখান থেকেই কার্যত শাসন পরিচালনা করেন। সেখানেই তার এই গোষ্ঠীর জন্ম।

কান্দাহার থেকে আখুনজাদার নিয়মিত পাঠানো নির্দেশগুলো কাবুলের তালেবান সরকার বাস্তবায়ন করে। আখুনজাদা নিজে কান্দাহারের বাইরে তেমন একটা যান না।

ইসলামিক স্টেটের সাথে সম্পৃক্ত আইএস খোরাসান বা দায়েশ নিয়মিতভাবে দাবি করে যে তারা তালেবান সদস্যদের এবং দেশের সংখ্যালঘু শিয়াদের তাদের লক্ষ্যবস্তুতে পরিণত করে থাকে।
সূত্র : ভয়েস অব আমেরিকা

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877