শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ০৯:১৪ পূর্বাহ্ন

আটলান্টিক সিটিতে দক্ষিন এশীয় আমেরিকান প্রার্থীদের সমর্থনে বিএএসজে-র সভা অনুষ্ঠিত

আটলান্টিক সিটিতে দক্ষিন এশীয় আমেরিকান প্রার্থীদের সমর্থনে বিএএসজে-র সভা অনুষ্ঠিত

স্বদেশ রিপোর্ট: নিউজারসি রাজ্যের আটলান্টিক সিটিতে আগামী পাঁচ নভেম্বর অনুষ্ঠিতব্য ফ্রি হোল্ডার নির্বাচন , সিটি কাউন্সিল ও আটলান্টিক সিটি স্কুল বোর্ড নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতাকারী দক্ষিন এশীয় আমেরিকান প্রার্থীদের সমর্থনে বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জারসি(বিএএসজে)র সভা অনুষ্ঠিত হয়েছে। গত নয় অক্টোবর, বুধবার রাতে আটলান্টিক সিটির ২৭০৯, ফেয়ারমাউনট এভিনিউতে অবস্থিত “বাংলাদেশ কমিউনিটি সেন্টার”এ এই সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি জহিরুল ইসলাম বাবুলের পৌরহিত্যে এবং সাধারন সম্পাদক জাকিরুল ইসলাম খোকার সনচালনায় অনুষ্ঠিত সভায় ফ্রি হোল্ডার প্রার্থী সুমন মজুমদার, চতুর্থ ওয়ারড থেকে কাউন্সিলর প্রার্থী মো: হোসাইন মোর্শেদ, ৫ম ওয়ারড থেকে কাউন্সিলর প্রার্থী আনজুম জিয়া, ষষ্ঠ ওয়ারড থেকে কাউন্সিলর প্রার্থী সোহেল আহমদ, স্কুল বোর্ড নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতাকারী সুব্রত চৌধুরী ও কাজী লিটন বক্তব্য রাখেন।
আগামী নির্বাচনে অংশগ্রহনকারী প্রত্যেক প্রার্থীই তাদের বক্তব্য সভায় উপস্থিত সুধীজনদের সামনে পেশ করেন এবং তারই আলোকে সুধীজনদের মধ্য থেকে কয়েকজন প্রার্থীদেরকে বিভিন্ন প্রশ্ন করেন, প্রার্থীরাও সন্তোষজনকভাবে সেসব প্রশ্নের উওর দেন।
সভায় প্রত্যেক প্রার্থীই এই ধরনের মহতী সভা আয়োজনের জন্য আয়োজক সংগঠনের কর্মকর্তাদের ধন্যবাদ জানান এবং ঐক্যবদ্ধ কমিউনিটির স্বার্থে এই সভা মাইলফলক হয়ে থাকবে বলে তারা মনে করেন।
সভায় উপস্থিত বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির সব কর্মকর্তার কন্ঠেই ছিল ঐক্যের আকুতি।বিএএসজের কর্মকর্তারা বলেন, আগামী পাঁচ নভেম্বর অনুষঠিতব্য নির্বাচনে ছয় দক্ষিন এশীয় আমেরিকান প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে তাদের নির্বাচনী প্রচারনায় এশিয়ান আমেরিকান কমিউনিটির সবাইকে সব ধরনের বিভেদ ভূলে ঐক্যবদ্ধভাবে অংশ নিতে হবে, তবেই কাংখিত ফল অর্জন সম্ভব হবে।
সভায় সংগঠনের নির্বাহী কমিটির সদস্যরা ছাড়াও ট্রাষটি বোর্ড এর চেয়ারম্যান আবদুর রফিক ও কমিউনিটি ব্যক্তিত্ব গোলাম মোকতাদির, মো: গিয়াসউদদীন পাঠান,মো: আইয়ুব,মো: কবির প্রমুখ উপস্থিত ছিলেন।
সভার সভাপতির ধন্যবাদ সূচক বক্তব্যের মাধ্যমে সভার সমাপ্তি ঘটে। আগামী নভেম্বর মাসে অনুষঠিতব্য আটলান্টিক সিটির বিভিন্ন নির্বাচনে অংশগ্রহনকারী দক্ষিন এশীয় আমেরিকান প্রার্থীদের সমর্থনে অনুষ্ঠিত এই সভা কমিউনিটিতে বেশ সাড়া ফেলেছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877