মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫, ১২:০৫ পূর্বাহ্ন

আটলান্টিক সিটিতে মনোজ্ঞ সংগীত রজনী

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০১৯

স্বদেশ রিপোর্ট : বুধবার রাতে নিউজারসি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটিতে শারদোৎসবের শেষ নিবেদন হিসাবে আয়োজন করা হয়েছিল মনোজ্ঞ সংগীত রজনীর। সন্ধ্যা নামতেই প্রবাসীদের সব পথ গিয়ে যেন মিশেছিল আটলান্টিক সিটির স্থানীয় একটি গির্জার মিলনায়তনে।সংগীত অনুষ্ঠান শুরু হওয়ার আগেই মিলনায়তন কানায় কানায় পূর্ণ হয়ে উঠেছিল।অনুষ্ঠানের সঞ্চালকের আহবানে একে একে মঞ্চে এসে দর্শকদের ভালোবাসায় সিক্ত হন সংগীত শিল্পী পৌষালী ও কায়া ব্যান্ড দলের সদস্যরা।
অনুষ্ঠানে শিল্পীরা বাংলা ও হিন্দি গান পরিবেশন করে দর্শকদের মাতিয়ে রাখেন।এরপর শিল্পীরা বিরতিতে যান।অনুষ্ঠানের বিরতিতে আয়োজক সংগঠনের কার্যকরী কমিটির সদস্যদের উপস্থিত সুধীজনদের সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়।
বিরতির পর ফিরে এসে শিল্পীরা হাল আমলের জনপ্রিয় বাংলা ও হিন্দি গান পরিবেশন করে শ্রোতাদের মাতিয়ে রাখেন। শ্রোতারাও শিল্পীদের পরিবেশনার সাথে নেচে-গেয়ে আনন্দ উপভোগ করেন।মধ্যরাত পার হওয়ার পরও শ্রোতাদের আনন্দ-উচ্ছ্বাসে কোন খামতি ছিল না।সংগীত অনুষ্ঠান শেষে শ্রোতারা মনোজ্ঞ সংগীত রজনী আয়োজনের জন্য উদ্দোক্ত্যাদের ধন্যবাদ জানান।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ