শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৩:৩২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মালিকপক্ষকে জলদস্যুদের ফোন, যে কথা হলো

মালিকপক্ষকে জলদস্যুদের ফোন, যে কথা হলো

স্বদেশ ডেস্ক

বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ নিয়ন্ত্রণের পর ২৩ নাবিককে জিম্মি করার ৯ দিনের মাথায় মালিকপক্ষের সঙ্গে যোগাযোগ করেছে সোমালিয়ার জলদস্যুরা।

এসআর শিপিংয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা মেহেরুল করিম আমাদের সময়কে ফোন দেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ‘আজ বুধবার সকালে জলদস্যুরা ফোন দিয়েছিল। তাদের সঙ্গে প্রাথমিক কথা হয়েছে। এখনো ফাইনাল কোনো কিছু হয়নি। আশা করি ফাইনাল হয়ে যাবে।’

জলদস্যুদের কোনো দাবি ছিল কিনা বা তাদের সঙ্গে আর কী কথা হয়েছে এ বিষয়ে প্রশ্ন করা হলে মেহেরুল করিম বলেন, ‘গোপনীয়তার স্বার্থে আমরা এ বিষয়ে কোনো কথা বলতে চাই না। তবে আমাদের একটাই মূল উদ্দেশ্য নাবিকদের ভালোভাবে ফিরিয়ে আনা।’

গত ১২ মার্চ সোমালিয়া উপকূল থেকে ৬০০ নটিক্যাল মাইল দূরে ভারত মহাসাগরে বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ ছিনতাই করে জলদস্যুরা।

তিন দিনের মাথায় নাবিকসহ জিম্মি জাহাজটি সোমালিয়ার উপকূলে নিয়ে যাওয়া হয়। দুই দফা স্থান পরিবর্তন করে জাহাজটি গত শুক্রবার সোমালিয়ার গদভজিরান উপকূলের কাছে নোঙর করে রাখে জলদস্যুরা।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877