শুক্রবার, ১৪ Jun ২০২৪, ০১:১০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু শিগগিরই গাজায় যুদ্ধবিরতি চুক্তির সম্ভাবনা দেখছেন না বাইডেন ট্রেনে ঈদযাত্রা : কমলাপুরে উপচেপড়া ভিড় জর্ডানি করিডোর ব্যবহার করছে ইসরাইল : খবর প্রকাশ করায় সাংবাদিকের জেল নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশের জয়ের তিনটি ‘টার্নিং পয়েন্ট’ টাঙ্গাইলে ট্রাক উল্টে মহাসড়কে ১৫ কিলোমিটার যানজট বাজেটে প্রবৃদ্ধি অর্জন ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নেই সুনির্দিষ্ট দিকনির্দেশনা বেনজীরের রিসোর্ট থেকে এবার ক‌ম্পিউটার চু‌রি, ৫ জনের বিরুদ্ধে মামলা বাংলাদেশের দুর্নীতি নিয়ে যা বললেন ডোনাল্ড লু কওমি মাদ্রাসায় ছাত্রলীগকে সাংগঠনিক কার্যক্রম চালাতে বললেন শিক্ষামন্ত্রী
ত্রাণের জন্য অপেক্ষমাণদের ওপর ইসরাইলি হামলা, ২০ ফিলিস্তিনি নিহত

ত্রাণের জন্য অপেক্ষমাণদের ওপর ইসরাইলি হামলা, ২০ ফিলিস্তিনি নিহত

স্বদেশ ডেস্ক

গাজায় ত্রাণের জন্য অপেক্ষমাণ ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি হামলায় অন্তত ২০ জন নিহত এবং আরো ১৫৫ জন আহত হয়েছে। বৃহস্পতিবার এই হামলার কথা জানিয়েছে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আল শিফা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মোহাম্মদ গ্রাব বলেন, এখনো হতাহত লোকজনকে সেখানে আনা হচ্ছে।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গাজায় কুয়েতিদের ত্রাণের জন্য অপেক্ষায় থাকা লোকজনকে টার্গেট করে ইসরাইলি দখলদার বাহিনী তাদের তৃষ্ণা মিটিয়েছে।

মন্ত্রণালয় জানায়, এত বড় বিপর্যয় ঘটেছে যে চিকিৎসকদের দলগুলোও সামাল দিতে পারছি না।

ইসরাইলি বাহিনী এই হামলার দায়দায়িত্ব অস্বীকার করেছে।

তবে প্রত্যক্ষদর্শীরা জানায়, বিস্ফোরণস্থলে ট্যাংক বা গোলন্দাজ বাহিনীর গোলার বিস্ফোরণের মতো শব্দ হয়েছে।

সূত্র : আল জাজিরা, সিএনএন এবং অন্যান্য

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877