বৃহস্পতিবার, ০২ জানুয়ারী ২০২৫, ০৭:৫০ অপরাহ্ন

মন্ত্রিসভার জন্য ১৯ জনের নাম প্রস্তাব করলেন শাহবাজ

মন্ত্রিসভার জন্য ১৯ জনের নাম প্রস্তাব করলেন শাহবাজ

স্বদেশ ডেস্ক:

পাকিস্তানের মন্ত্রিসভার সদস্য হিসেবে ১৯ জনের নাম প্রস্তাব করেছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। আজ সোমবার এই ১৯ জনের নাম প্রেসিডেন্ট আসিফ আল জারদারির কাছে পাঠান তিনি। পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, সংবিধানের ৯২ অনুচ্ছেদের ১ ধারা অনুযায়ী কেন্দ্রীয় মন্ত্রীদের নাম প্রস্তাব করেছেন শাহবাজ। আজ স্থানীয় সময় বিকাল ৩টায় প্রেসিডেন্ট ভবনে তাদের শপথ নেওয়ার কথা।

যাদের নাম প্রস্তাব করা হয়েছে তাদের বেশিরভাগই নওয়াজ শরীফের দল পিএমএল-এন এর সদস্য। তারা হলেন আহসান ইকবাল, খাজা আসিফ, কায়সার আহমেদ শেখ, রিয়াজ হুসেইন পিরজাদা, রানা তানভীর, আজম নাজির তারার, জাম কামাল খান, আমির মুকাম, আওয়াইস লেঘারি ও আতাউল্লাহ তারার। এমকিউএম-পি এর খালিদ মকবুল সিদ্দিক ও ইশতেখাম ই পাকিস্তান পার্টির আবদুল আলীম খানও রয়েছেন তালিকায়।

সিনেটর ইশাক দার ও মুসাদিক মালিকের নামও প্রস্তাব করা হয়েছে।  নিয় অনুযায়ী পার্লামেন্ট সদস্য নয় এমন ব্যক্তিকে প্রধানমন্ত্রী মন্ত্রিসভায় ছয় মাসের জন্য যুক্ত করতে পারেন।

শাহবাজ শরীফের প্রস্তাবিত নামে হেভিওয়েটদের মধ্যে রয়েছেন মুহাম্মদ আওরঙ্গজেব, আহাদ খান চিমা ও সৈয়দ মোহসিন রাজা নাকভি। একমাত্র নারী হিসেবে আছেন শাজা ফাতিমা। তিনি প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেবেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877