বৃহস্পতিবার, ০২ জানুয়ারী ২০২৫, ০৭:৩০ অপরাহ্ন

বাংলাদেশে ফের আশ্রয় নিলেন মিয়ানমারের ২৯ সীমান্তরক্ষী

বাংলাদেশে ফের আশ্রয় নিলেন মিয়ানমারের ২৯ সীমান্তরক্ষী

স্বদেশ ডেস্ক:

মিয়ানমারের রাখাইনে বিদ্রোহীগোষ্ঠী আরাকান আর্মির সঙ্গে চলমান সংঘর্ষের মধ্যে দেশটির বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) আরও ২৯ সদস্য বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। আজ সোমবার সকালে বাংলাদেশে প্রবেশ করেন তারা।

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম সংবাদমাধ্যমকে জানান, বিজিবির বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধীনস্থ জামছড়ি বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা দিয়ে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর অংথাপায়া ক্যাম্প থেকে ২৯ জন বিজিপি সদস্য বাংলাদেশে আশ্রয় নিয়েছেন।

এর আগে গত ফেব্রুয়ারিতে আরাকান আর্মির আক্রমণের মুখে বাংলাদেশে আশ্রয় নেন বিজিপিসহ সদস্যসহ ৩৩০ জন। পরে ১৫ ফেব্রুয়ারি কক্সবাজারের উখিয়া ইনানী নৌ-বাহিনীর জেটিঘাট থেকে জাহাজে করে তাদের মিয়ানমারে ফিরিয়ে দেওয়া হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877