স্বদেশ ডেস্ক:
আজ রবিবার (১০ মার্চ) সকালে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এবং রুশ ফেডারেশনের কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন প্রোডিন্টোর্গ-এর মধ্যে একটি এমওইউ স্বাক্ষর অনুষ্ঠানে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু এসব কথা বলেন।
এ সময় ঢাকাস্থ রুশ ফেডারেশনের রাষ্ট্রদূত আলেকজান্ডার মান্তিতস্কি, সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন। রাশিয়ার পক্ষে প্রোডিন্টোর্গ-এর জেনারেল ডিরেক্টর মি. আন্দ্রে গোলভানভ এবং বাংলাদেশের পক্ষে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ-এর চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. আরিফুল হাসান, পিএসসি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
উল্লেখ্য, ঢাকাস্থ রুশ ফেডারেশনের দূতাবাস, পররাষ্ট্র মন্ত্রণালয়ে গত ২২ জুন ২০২৩ তারিখে প্রেরিত একটি নোট ভারবালের মাধ্যমে জানান যে রুশ ফেডারেশনের কৃষি মন্ত্রণালয়ের অধীন যৌথ মূলধনী কম্পানি প্রোডিন্টোর্গ বাংলাদেশে জিটুজি ভিত্তিতে বিভিন্ন ভোগ্যপণ্য যেমন- হলুদ, মটর, ছোলা, মসুর ডাল, সূর্যমুখী তেল ইত্যাদি সরবরাহে আগ্রহ ব্যক্ত করে।