স্বদেশ ডেস্ক:
মহানবী সা:-কে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কটূক্তির অভিযোগে অভিজিৎ দাস (২৪) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
শুক্রবার (৮ মার্চ) মধ্যরাতে ঢাকার ধামরাই এলাকা থেকে ডিবি পুলিশ ওই যুবককে আটক করে। বিষয়টি নিশ্চিত করেছেন ঘিওর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকুমার বিশ্বাস।
আটক ওই যুবক মানিকগঞ্জের ঘিওর উপজেলার বড়টিয়া ইউনিয়নের শ্রীবাড়ি গ্রামের নন্দ বৈরাগীর ছেলে। তিনি মানিকগঞ্জ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী।
শুক্রবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে মহানবী সা:-কে নিয়ে কুটূক্তি করা কয়েকটি কমেন্টসের স্ক্রিনশট ছড়িয়ে পরে। এরপর রাতেই মানিকগঞ্জের বেশ কয়েকটি স্থানে এর প্রতিবাদে বিক্ষোভ করে স্থানীয় মুসল্লিরা।
আজ শনিবার দুপুরে ঘিওর উপজেলার শ্রীবাড়ি বায়তুল মামুর জামে মসজিদের সামনে স্হানীয় চেয়ারম্যান, মেম্বার, ঘিওর ও শিবালয় থানার বেশ কয়েকটি মসজিদের ইমাম, মুসল্লি এবং স্থানীয় শত শত যুবকের উপস্থিতিতে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। তারা অভিজিৎ দাসের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
ঘিওর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকুমার বিশ্বাস জানান, মহানবী সা:-কে নিয়ে কটূক্তির বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তৎক্ষণাৎ অভিজিৎ দাসের বাড়িতে পুলিশ পাঠানো হয়। তাকে বাড়িতে পাওয়া যায়নি। পরে ঢাকার ধামরাই থেকে গোয়েন্দা পুলিশ তাকে আটক করে। তাকে ঘিওর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।