শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ১০:৫৮ পূর্বাহ্ন

নীতা আম্বানির হার নিয়ে সোশ্যাল মিডিয়া ঝড়

নীতা আম্বানির হার নিয়ে সোশ্যাল মিডিয়া ঝড়

স্বদেশ ডেস্ক:

ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানির বিয়ে নিয়ে চলছে আলোচনার ঝড়। বিল গেটস, ইভাঙ্কা ট্রাম্প থেকে শুরু করে বলিউড তারকাদের মিলনমেলায় পরিণত হয়েছিল বিয়ের অনুষ্ঠান। এবার আলোচনায় আসলো মুকেশের স্ত্রী নীতা আম্বানির গলার হার। ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, তার গলার এই হারের দাম ৫০০ কোটি রুপিরও বেশি।

আগামী ১২ জুলাই রাধিকা মার্চেন্টের সঙ্গে বিয়ে হবে অনন্তর। এখন চলছে প্রাক্‌-বিবাহ উদ্‌যাপন। সেই অনুষ্ঠানেই বিশেষ ওই হার পরিহিত অবস্থায় দেখা গেছে নীতা আম্বানিকে। বেশ কিছু হীরার টুকরা আর দুটি বড় বড় সবুজ পান্না দিয়ে তৈরি এই হারটির দাম ৫০০ কোটি রুপি, বাংলাদেশি মুদ্রায় যা ৬৬২ কোটি টাকারও বেশি। এর সঙ্গে আছে একজোড়া কানের দুল আর হাতের কঙ্কণ। হারটিতে যে পান্নার খণ্ডটি ব্যবহৃত হয়েছে, সেটি বিশ্বের সবচেয়ে বড়, নিখুঁত আর দামি পান্নাগুলোর একটি।

ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে তার এই ছবিটি ভাইরাল হয়ে পড়েছে। কলকাতাভিত্তিক প্রভাবশালী সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়, ওই হার দিয়ে কেনা যাবে একাধিক জেটবিমান।

বিশ্বের বিভিন্ন প্রান্তে ডিজাইন করা সবচেয়ে মূল্যবান গয়নার সংগ্রহ রয়েছে নীতা আম্বানির কাছে। হীরার মালা থেকে শুরু করে ঐতিহ্যবাহী সোনার গয়না—সবই রয়েছে তার কাছে। হীরা, পান্না থেকে শুরু করে কোটি কোটি মূল্যমূল্যবান পাথর রয়েছে তার সংগ্রহে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877