স্বদেশ ডেস্ক:
হঠাৎ করেই ফেসবুক থেকে লগআউট হয়ে যাচ্ছে অ্যাকাউন্ট। কেউ কেউ ভাবছেন হয়তো আইডি হ্যাক হয়েছে। বিশ্বজুড়েই চলছে এই সমস্যা। তবে কী হয়েছে তা নিয়ে এখনো কিছু জানায়নি মেটা কর্তৃপক্ষ।
আজ মঙ্গলবার বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টার দিকে এই সমস্যা দেখা দেয়। বেশ কিছু আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে বিশ্বজুড়েই ফেসবুক, মেসেঞ্জার ও ইনস্টাগ্রাম ডাউন রয়েছে।
ডাউন ডিটেক্টর ডটকম এর হিসেব অনুযায়ী বিশ্বজুড়ে ১০ মিনিটে ৩ লাখেরও বেশি মানুষ জানিয়েছে তাদের ফেসবুক বন্ধ রয়েছে।
মেটা কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানানো হয়নি।