শনিবার, ১২ জুলাই ২০২৫, ১২:০৫ পূর্বাহ্ন

বাজারে দ্রব্যমূল্যের দাম আরও কমবে: অর্থমন্ত্রী

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ৩ মার্চ, ২০২৪

স্বদেশ ডেস্ক:

অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, ‘বাজারে জিনিসপত্রের দাম কমে আসছে, এটা আরও কমবে। ৫০ হাজার মেট্রিক টন পিঁয়াজ আসছে ভারত থেকে। এগুলো আসলে দাম আরও কমে যাবে।’

আজ রবিবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

অর্থনীতি কি ভালো অবস্থায় আছে, মানুষ কি ভালো আছে? এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘দেশের মানুষকে জিজ্ঞেস করেন। আমি তো মনে করি ভালো আছে। দেশের অর্থনৈতিক অবস্থা ভালোর দিকে।’

তিনি আরও বলেন, ‘নতুন একজন প্রতিমন্ত্রী পেয়ে ভালো হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের কাজের গতি আরও বাড়বে।’

এসময় নতুন অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা বলেন, ‘বৈশ্বিক অর্থনৈতিক কারণে দেশের অর্থনৈতিক অবস্থাও নাজুক আছে। এখান থেকে উত্তরণ ঘটানোই এখন প্রধান কাজ হবে। তবে সেটাকে চ্যালেঞ্জ মনে করছি না। কাজ করে যেতে হবে।’

দয়া করে নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ