শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ১২:৫৪ অপরাহ্ন

টুয়েলভথ ফেল-এর নায়ক ‘সংবাদ উপস্থাপক, কিন্তু কেন

টুয়েলভথ ফেল-এর নায়ক ‘সংবাদ উপস্থাপক, কিন্তু কেন

স্বদেশ ডেস্ক

বলিউড সিনেমা টুয়েলভথ ফেল- এর অভাবনীয় সাফল্যের পর অভিনেতা বিক্রান্ত মাসেকে এবার ‘সংবাদ উপস্থাপক হিসেবে দেখা গেছে। হঠাৎ সোশ্যাল মিডিয়ায় বিক্রান্তকে ‘সংবাদ উপস্থাপক হিসেবে দেখে চমকে গেছেন তার ভক্তরা।

হিন্দুস্তান টাইমস বাংলার প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার বিক্রান্ত মাসে তার নতুন সিনেমা ‘দ্য সবরমতী রিপোর্ট’-এর টিজার শেয়ার করেছেন অভিনেতা। যেখান তাকে ২০০২ সালের ২৭ ফেব্রুয়ারি গোধরায় ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে একটা প্রতিবেদন পড়তে দেখা যায়।

ইনস্টাগ্রামে টিজারটি শেয়ার করে বিক্রান্ত মাসে ক্যাপশনে লিখেছেন, ‘২২ বছর আগে গোধরায় ট্রেনে অগ্নিসংযোগের ঘটনায় প্রাণ হারানো ৫৯ জন নিরীহ মানুষকে শ্রদ্ধা জানাই। সবরমতী রিপোর্ট প্রেক্ষাগৃহে আসছে ২০২৪-এর ৩ মে।

টিজারটি ২০০২ সালের ২৭ ফেব্রুয়ারির প্রেক্ষাপটেই তৈরি ঠিক যেদিন গোধরা কাণ্ড ঘটেছিল। খবর পড়তে পড়তে প্রতিবেদনে সবরমতী এক্সপ্রেসের অগ্নিকাণ্ডের ঘটনাকে দুর্ঘটনা বলে উল্লেখ করায় থমকে যান ‘সমর কুমার’ ওরফে অভিনেতা বিক্রান্ত মাসে। বলে ওঠেন, ‘ওটা কোনও দুর্ঘটনা ছিল না।’

টিজার শেষ হয়েছে একটা লেখা দিয়ে, ‘২৭ ফেব্রুয়ারি ২০০২। গোধরা, গুজরাট। আগুনে পুড়ে মারা যান ৫৯ জন, সেই নিরীহ মানুষের প্রতি শ্রদ্ধাঞ্জলি। আজ থেকে ঠিক ২২ বছর আগের ঘটনা।

এদিকে শীঘ্রই রাজু হিরানির সঙ্গেও একটা ওটিটি প্রজেক্টে কাজ করতে চলেছেন বিক্রান্ত। এছাড়া তাকে শীঘ্রই হাসিন দিলরুবার দ্বিতীয় কিস্তিতে দেখা যাবে, যার শিরোনাম ‘ফির আয়ি হাসিন দিলরুবা’, ২০২৪ সালে মুক্তি পাবে এটি।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877