শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৪:৪৪ অপরাহ্ন

স্ত্রীর হাত-পা বেঁধে স্বামীর আত্মহত্যা

স্ত্রীর হাত-পা বেঁধে স্বামীর আত্মহত্যা

স্বদেশ ডেস্ক:

টাঙ্গাইলের ঘাটাইলে স্ত্রীর হাত-পা বেঁধে তার সামনেই গলায় ফাঁস দিয়ে আহাদ (২৮) নামে এক যুবক আত্মহত্যা করেছেন।

শুক্রবার রাত ৮টার দিকে পৌরসভার খরাবর এলাকায় এ ঘটনা ঘটেছে।

আহাদ নাটোর জেলার লালপুল থানার যুগাদা ইশ্বরদী গ্রামের ইউনুছ আলীর ছেলে।

জানা গেছে, তাদের মধ্যে পারিবারিক কলহ ছিল। এর জের ধরেই শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে আহাদ তাদের থাকার ঘরে দরজা দিয়ে স্ত্রী লিমা খাতুনের হাত-পা চেয়ারের সাথে বেঁধে স্ত্রীর সামনেই সিলিং ফ্যানের সাথে গলায় রশি দিয়ে ঝুলে পড়েন। এ সময় লিমা খাতুনের ডাক চিৎকারে স্থানীয়রা এসে ঘরের দরজা ভেঙ্গে আহাদকে ঝুলন্ত অবস্থায় দেখে। পরে স্থানীয়রা আহাদকে ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘাটাইল থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানান, কী কারণে আত্মহত্যা করতে পারে তা জানা যায়নি। তদন্ত করে আইনি পদক্ষেপ নেয়া হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877