শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৯:৪২ অপরাহ্ন

ফের বিয়ে করলেন ক্রিকেটার আল আমিন

ফের বিয়ে করলেন ক্রিকেটার আল আমিন

স্বদেশ ডেস্ক:

চলতি বিপিএলে প্লে-অফ নিশ্চিত করা চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে খেলছেন ক্রিকেটার আল আমিন হোসেন। এরই মধ্যে এক খবরে ভক্ত-অনুরাগীদের চমকে দিলেন একসময় জাতীয় দলের হয়ে দ্যুতি ছড়ানো এই পেসার।

দ্বিতীয়বার বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। নববধূর নাম ফারজানা আক্তার প্রীতি। বাড়ি কুষ্টিয়া জেলায়।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) ফারজানার আক্তার প্রীতির সাথে শুভবিবাহ সম্পন্ন হয়েছে আল আমিনের। আগামী সোমবার (২৬ ফেব্রুয়ারি) হবে নব দম্পতির বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান।

প্রথম সংসারটা সুখের হয়নি আল আমিনের। ২০১২ সালের ২৬ ডিসেম্বর ইসরাত জাহানকে বিয়ে করেছিলেন তিনি। স্ত্রীর বিরুদ্ধে অনৈতিক কার্যকলাপের অভিযোগ এসে ডিভোর্স দেন। পাল্টা যৌতুক ও নারী নির্যাতনের মামলায় অভিযুক্ত হন এ ক্রিকেটার। এ মামলায় আদালতের কাঠগড়াতেও দাঁড়াতে হয়েছিল তাকে।

বিষয়টি নিয়ে গণমাধ্যমে খবরের শিরোনামে ছিলেন আল আমিন। প্রথম সংসারে দুটি ছেলেসন্তান রয়েছে আলআমিনের।

চলতি বিপিএলে চট্টগ্রামের হয়ে গ্রুপপর্বে ৯টি ম্যাচ খেলেছেন পেসার আল আমিন। উইকেট নিয়েছেন ৮টি।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877