সোমবার, ০৬ জানুয়ারী ২০২৫, ০৫:২৪ অপরাহ্ন

বাংলাদেশসহ নির্দিষ্ট দেশে পেঁয়াজ রফতানির অনুমতি ভারতের

বাংলাদেশসহ নির্দিষ্ট দেশে পেঁয়াজ রফতানির অনুমতি ভারতের

স্বদেশ ডেস্ক:

বাংলাদেশসহ নির্দিষ্ট কিছু দেশে পেঁয়াজ রফতানির অনুমতি দিয়েছে ভারত সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন দেয়া সরকার-টু-সরকার ভিত্তিতে এ পেঁয়াজ রফতানি করা যাবে।

‘এ বিষয়ে অবগত’ সূত্রে সোমবার (১৯ ফেব্রুয়ারি) এ খবর দিয়েছে ভারতের গণমাধ্যম ইকোনোমিক টাইমস।

খবরে প্রকাশ, সূত্র জানিয়েছে, পুরোদমে নিষেধাজ্ঞায় শিথিলতা এনে দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্টতা কারণে নির্দিষ্ট পরিমাণ পেঁয়াজ রফতানির উদ্যোগ নিয়েছে সরকার। তবে রফতানিকারক এজেন্সি সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।

বাংলাদেশ ছাড়াও অন্য যেসব দেশে পেঁয়াজ রফতানির অনুমতি দিয়েছে ভারত, সেগুলো হলো- নেপাল, ভুটান, বাহরাইন এবং মরিশাস।

এর আগে, পবিত্র রমজান মাসে দেশের বাজারে মূল্য নিয়ন্ত্রণে রাখতে নির্দিষ্ট পরিমাণে পেঁয়াজ ও চিনি রফতানি করতে ভারত সরকারকে আনুষ্ঠানিকভাবে চিঠি দেয় বাংলাদেশ সরকার।

গত বছরের ডিসেম্বরে স্থানীয় বাজার স্থিতিশীল রাখতে পেঁয়াজ রফতানিতে নিষেধাজ্ঞা আরোপ করে বিশ্ব বাজারের দ্বিতীয় বৃহত্তম পেঁয়াজ রফতানিকারক ভারত। জাতীয় নির্বাচনের আগে ভারতের বাজারে ক্রমবর্ধমান মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণ ও পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে দ্বিতীয় দফায় আগামী মার্চ পর্যন্ত পেঁয়াজ রফতানির নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ায় দেশটির সরকার।

রফতানি নিরুৎসাহিত করতে ভারত সরকার প্রথমে পেঁয়াজের ওপর ৪০ শতাংশ শুল্ক আরোপ করে। তারপরও আশানুরূপ ফল না মেলায় পেঁয়াজের রফতানি পুরোপুরি নিষিদ্ধ করে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877