স্বদেশ ডেস্ক:
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠকে ঢাকা-মস্কোর সম্পর্কে কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার মন্টিটস্কি।
আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর প্রেসক্লাবে রাশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে ডিপ্লোমেটিক করেসপনডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশের ‘ডিকাব টকে’ এমন মন্তব্য করেন রুশ রাষ্ট্রদূত।
রাশিয়ার রাষ্ট্রদূত বলেন, ‘জার্মানির মিউনিখে নিরাপত্তা সম্মেলনে ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর শেখা হাসিনার বৈঠকে ঢাকা-মস্কোর সম্পর্কে কোনো প্রভাব ফেলবে না, বরং সম্পর্ক আরও ভাল হবে।’
রুশ রাষ্ট্রদূত আরও বলেন, ‘সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বৈঠক করতে চেয়েছেন। বৈঠকে তিনি (জেলেনস্কি) পশ্চিমা ফর্মুলা দেবে যা ভণ্ডামি ছাড়া কিছুই নয়।’
মিয়ানমারের অশান্ত পরিস্থিতির কারণে চীন ও ভারতকে দোষারোপ করে রাষ্ট্রদূত বলেন, ‘মিয়ানমারের অশান্ত পরিস্থিতি তৈরিতে অনেকের ভূমিকা আছে। তবে চীন ও ভারত সেখানে অস্ত্র বিক্রি করছে।’
মন্টিটস্কি বলেন, ‘দুঃখের হলেও সত্যি পশ্চিমা কোনো কোনো দেশ রুপপুরকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে। যা অনেক বিদেশি সংবাদমাধ্যমেও প্রচার করা হয়েছে।’