স্পোর্টস ডেস্ক:
শ্রীলঙ্কা ক্রিকেট দলকে নিয়ে ওয়ানডে আর টি-টোয়েন্টি সিরিজ আয়োজন করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। দুই ফরম্যাটের সিরিজ সু-শৃঙ্খলভাবে সম্পন্ন করার পর, এবার টেস্ট সিরিজ আয়োজন করতে চাচ্ছে পাকিস্তান। চলতি বছরের ডিসেম্বরে শ্রীলঙ্কার বিপক্ষে দুটি টেস্ট ম্যাচ আয়োজনের জন্য সর্বোচ্চ চেষ্টা করছে পিসিবি।
যদিও সদ্য শেষ হওয়া পাকিস্তান সফরে শ্রীলঙ্কার তারকা ১০জন ক্রিকেটার নিরাপত্তা ইস্যুতে নিজেদের সরিয়ে নেন। লাসিথ মালিঙ্গা-অ্যাঞ্জেলো ম্যাথিউস, থিসেরা পেরেরাসহ জাতীয় দলের সেরা ক্রিকেটাররা না যাওয়ায় এক প্রকার বাধ্য হয়েই পাকিস্তানে দ্বিতীয় সারির দল পাঠায় লঙ্কান ক্রিকেট বোর্ড। লংকান দলটি ওয়ানডে সিরিজে হারলেও টি-টোয়েন্টি ট্রফি নিয়ে ঘরে ফেরে।
শ্রীলঙ্কার বিপক্ষে পাকিস্তানের করাচিতে ওয়ানডে সিরিজ চলা অবস্থায় লঙ্কান ক্রীড়ামন্ত্রীর বরাত দিয় তার এক মুখপাত্র জানিয়েছেন, ডিসেম্বরেও যদি আমাদের সেরা ক্রিকেটাররা পাকিস্তান সফরে যেতে না চায় তাহলে টেস্ট সিরিজ নিয়ে আমাদের ভাবতে হবে।
তবে শ্রীলঙ্কা টেস্ট দলকে সফরে নিতে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে পিসিবি। পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান এহসান মনি এবং ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ওয়াসিম খান আইসিসি বৈঠকে অংশ নিতে দুবাইয় রয়েছেনে। সেখানে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে টেস্ট সিরিজ আয়োজন নিয়ে আলোচনা করবেন।
অন্যদিকে চলতি মাসের শেষ দিকে পাকিস্তান সফরে যাওয়ার কথা রয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দলের। সালমাদের এই সফরে নিয়েও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন পিসিবি কর্মকর্তারা।
আগামী বছরের জানুয়ারিতে বাংলাদেশ জাতীয় দলের বিপক্ষে দুটি টেস্ট এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ পাকিস্তানে আয়োজন করতে চাচ্ছে পিসিবি।
সূত্র: ক্রিকেট পাকিস্তান