রবিবার, ১৭ নভেম্বর ২০২৪, ০৬:১৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সংসদে নারীর জন্য ১০০ আসন চান বদিউল আলম মজুমদার রোহিঙ্গা সংকট সমাধানে প্রতিবেশীদের আশানুরূপ সমর্থন পায়নি বাংলাদেশ ২৮ বছরে প্রথমবার কলকাতার বইমেলায় নেই বাংলাদেশ বাচ্চারা জীবন দেয় আর মুরব্বিরা পদ ভাগাভাগি করেন : হাসনাত পল্লবীতে দুই শিশুপুত্রকে হত্যার পর বাবার আত্মহত্যার চেষ্টা ‘রোহিঙ্গা সঙ্কট নিয়ে আলোচনায় প্রত্যাশিত অগ্রগতি নেই’ যে কারণে অপহরণ করা হয় আজিমপুরের সেই শিশুকে উত্তরবঙ্গের ৩ বিভাগে কি একজনও যোগ্য লোক নেই : সারজিস তিন শূন্যের ধারণার ওপর ভিত্তি করে পৃথিবী গড়ার আহ্বান প্রধান উপদেষ্টার কেউ যেন অর্থপাচার না করতে পারে সেই ব্যবস্থা করে যাবো : অর্থ উপদেষ্টা
প্রীতির দলের হেড কোচ কুম্বলে….

প্রীতির দলের হেড কোচ কুম্বলে….

Indian cricket team head coach Anil Kumble tosses a ball as he watches his team warming up before the start of the second day of a two-day tour match between India and WICB President's XI squad at the Warner Park stadium in Basseterre, Saint Kitts, on July 10, 2016. (Photo by Jewel SAMAD / AFP)

স্বদেশ ডেস্ক: ভারতের সাবেক অধিনায়ক অনিল কুম্বলে ‘ঘর বদলালেন’। বদলে গেল তাঁর ভূমিকাও। আগামী মরসুমে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ফ্র্যাঞ্চাইজি কিংস ইলেভেন পঞ্জাবের হেড কোচ হিসেবে কাজ করতে দেখা যাবে ভারতের প্রাক্তন এই লেগ স্পিনারকে।
কিংস ইলেভেনের দায়িত্ব ছেড়ে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ডিরেক্টর হয়েছেন মাইক হেসন। তাঁর জায়গায় কুম্বলের সঙ্গে দু’বছরের চুক্তি করেছে প্রীতি জিন্টার দল। মেন্টর হিসেবে কুম্বলেকে আইপিএল-এর দুনিয়া আগে দেখলেও কোচ হিসেবে এ বারই আত্মপ্রকাশ ঘটতে চলেছে জাম্বোর।
২০১৭ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাকিস্তানের কাছে হারের পরে ভারতের হেড কোচের দায়িত্ব থেকে ইস্তফা দেন কুম্বলে। জাতীয় দলের কোচ হওয়ার আগে ভারতের তারকা লেগ স্পিনার মুম্বই ইন্ডিয়ান্সের মেন্টর হিসেবে কাজ করেছেন। ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরে আরসিবি-র মেন্টর হিসেবেও কাজ করেছেন কুম্বলে। তাঁর সঙ্গে তারকাখচিত সাপোর্ট স্টাফ এ বার কাজ করবেন। অস্ট্রেলিয়ার প্রাক্তন ওয়ানডে অধিনায়ক জর্জ বেইলিকে ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ করেছে পঞ্জাব। ২০১৪ সালে কিংস ইলেভেন পঞ্জাব আইপিএল-এর ফাইনালে পৌঁছেছিল। সে বার কিংস ইলেভেনের ক্যাপ্টেন ছিলেন বেইলি। সুনীল জোশীকে সহকারী কোচ হিসেবে নেওয়া হয়েছে। ফিল্ডিং কোচ হয়েছেন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি জন্টি রোডস। বোলিং কোচ করা হতে পারে ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন পেসার কোর্টনি ওয়ালশকে। ভাল দল গড়েও একবারও আইপিএল চ্যাম্পিয়ন হতে পারেনি কিংস ইলেভেন। কুম্বলে কি এ বার ভাগ্য ফেরাতে পারবেন কিংস ইলেভেনের?

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877