স্বদেশ ডেস্ক: ফেসবুকের একটি প্রোফাইল, মোবাইল ফোন ঘেঁটে খুঁজে বের করে সেখান থেকে পাওয়া একটি ফোন নম্বর শেষ পর্যন্ত খুনির কাছে পৌঁছে দিল পুলিশকে। লখনউতে বুধবার শহিদ পথে মহিলার গলা কেটে খুন করার ঘটনায় গ্রেফতার মূল অভিযুক্ত। হাসপাতালে জ্ঞান হারানোর আগে আক্রান্ত সীমা একটি কাগজের উপর ইংরেজি ঘ এবং মোবাইল ফোনে একটি নাম টাইপ করে দেখিয়েছিলেন আহত মহিলা। সেই ইঙ্গিত ধরে এগিয়েই পুলিশ মহিলার দেওর নদিম (৩৮) পর্যন্ত পৌঁছতে পারে। ইতোমধ্যেই নিজের দোষ মেনে নিয়েছে নদিম। ধৃতের দাবি, সীমা তাকে তার ক্যানসার আক্রান্ত স্ত্রীকে ছেড়ে দিয়ে তাকে বিয়ে করার জন্য চাপ দিচ্ছিলেন। কারণ তাদের মধ্যে বিবাহ-বহির্ভূত সম্পর্ক ছিল।
পুলিশের দাবি, ফোনে সীমার দেওয়া নম্বর ডায়াল করে সুইচ অফ পাওয়া যায়। সীমার লেখা ঘ লেটার থেকে ফেসবুকে তাঁর পরিচিতদের খোঁজা শুরু করা হয়। আচমকাই নদিমকে পাওয়া যায়।
ফেসবুকের একটি ছবিতে স্কুটারের একটি ছবি থেকে মিল পাওয়া যায় ঘটনার দিন বাড়ির বাইরে পাওয়া একটি স্কুটারের। সেখান থেকেই পুলিশ সূত্র বের করে নদিম পর্যন্ত পৌঁছায়। নদিম জানিয়েছে, তিন বছর আগেই স্বামীকে ছেড়ে দিয়েছে সীমা। তার একটি মেয়ে রয়েছে। কিন্তু তাদের মধ্যে সম্পর্ত গড়ে উঠেছিল।