রবিবার, ১৯ মে ২০২৪, ১২:৪৪ পূর্বাহ্ন

ফোর্বস তালিকায় শীর্ষে মুকেশ আম্বানি….

ফোর্বস তালিকায় শীর্ষে মুকেশ আম্বানি….

স্বদেশ ডেস্ক: গোটা দেশের আর্থিক অবস্থা যতই নিম্নগামী হোক না কেন, শিল্পপতিদের সম্পত্তি বৃদ্ধিতে তাতে বিশেষ ছাপ পড়েনি। বিশেষ করে দেশের প্রথমাসারির শিল্পপতিদের তো বটেই। আর শিল্পপতিদের মধ্যে আলাদা করে নজর টেনেছেন গুজরাটের শিল্পপতি গৌতম আদানি। আটধাপ এগিয়ে তিনি ফোর্বস তালিকায় জায়গা পেয়েছেন দু’নম্বরে।
শিল্পপতিদের এগোনো-পিছানের দড়ি টানাটানির খেলায় অবশ্য বিশেষ প্রভাব পড়েনি মুকেশ আম্বানির জায়াগায়। তিনি গত এক যুগ ধরেই ধরে রেখেছেন প্রথম জায়গা। অন্যথা হয়নি এবারও। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ৫১.৪ বিলিয়ন মার্কিন ডলার। ৬২ বছর বয়সী মুকেশ শিল্পপতিদের শীর্ষস্থানে থাকার বিষয়ে তাই নিশ্চিতই ছিলেন বরাবর।
আদানি গোষ্ঠীর মালিক গৌতম রয়েছেন তালিকায় দ্বিতীয় স্থানে। তাঁর মোট সম্পদের পরিমাণ ১৫.৭ বিলিয়ন মার্কিন ডলার। পিছিয়ে নেই হিন্দুজা গোষ্ঠীও। তৃতীয় স্থানে থাকা তাঁদের মোট সম্পদের পরিমাণ ১৫.৬ বিলিয়ন মার্কিন ডলার। শাপুরজি পালোনজি গ্রুপের পালোনজি মিস্ত্রি রয়েছেন ধনীদের তালিকায় চতুর্থ স্থানে। তাঁর মোট সম্পদের পরিমাণ ১৫ বিলিয়ন মার্কিন ডলার। উদয় কোটাক রয়েছেন তালিকায় পাঁচ নম্বরে। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ১৪.৮ বিলিয়ন মার্কিন ডলার।
আবার এইচসিএলের শিব নাদার রয়েছেন ধনীদের তালিকায় ছয় নম্বরে। তাঁর মোট সম্পদের পরিমাণ ১৪.৪ বিলিয়ন মার্কিন ডলার। ডি মার্টের প্রতিষ্ঠাতা রাধাকৃষণের মোট সম্পদের পরিমাণ ১৪.৩ বিলিয়ন মার্কিন ডলার। তিনি তালিকায় সপ্তম স্থানে রয়েছেন। সিঁড়িতে কিছুটা পিছিয়ে গেলেও দশের মধ্যেই রয়েছেন আদি গোদরেজ। অষ্টম স্থানে থাকা তাঁদের মোট সম্পদের পরিমাণ ১২ বিলিয়ন মার্কিন ডলার। আর্সেলর মিত্তল গোষ্ঠীর লক্ষ্মী মিত্তল তালিকায় রয়েছেন নবম স্থানে। তাঁর মোট সম্পদের পরিমাণ ১০.৫ বিলিয়ন মার্কিন ডলার। আর আদিত্য বিড়লা গ্রুপের কুমার মঙ্গলম বিড়লা তালিকায় দশম স্থান ধরে রেখেছেন। তাঁর মোট সম্পদের পরিমাণ ৯.৬ বিলিয়ন মার্কিন ডলার।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877