বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ০৯:০৭ অপরাহ্ন

পথচারীদের ওপর উঠে গেল ট্রাক, নিহত ৩

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ১১ অক্টোবর, ২০১৯

স্বদেশ ডেস্ক:

গাজীপুরের গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীদের ওপর উঠে গেলে ঘটনাস্থলে তিন জন নিহত হয়েছেন।  ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। নিহতরা হলেন- শেরপুরের বাছুর আলগা গ্রামের মজিবুর রহমানের ছেলে জাহাঙ্গীর ও একই গ্রামের আলফাজ উদ্দিনের ছেলে সাইফুল।  তাৎক্ষণিকভাবে অপর জনের পরিচয় জানাতে পারেনি পুলিশ।

মাওনা হাইওয়ে থানার ওসি মঞ্জুর হোসেন জানান, রাতে ঢাকামুখী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে হঠাৎ গড়গড়িয়া মাস্টারবাড়ি চৌরাস্তার মোড়ে সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। এতে ট্রাকচাপায় ঘটনাস্থলেই তিন পথচারী নিহত হন। আহত আরও তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর ট্রাক চালক বাদশাকে আটক করা হয়েছে। সূত্র : ইউএনবি।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ