সোমবার, ০৬ মে ২০২৪, ০৪:৩৬ অপরাহ্ন

ডাচ বাংলার বুথ থেকে উত্তোলনের ঘটনাটি নিয়ন্ত্রণ হয়েছে ইউক্রেন থেকে

ডাচ বাংলার বুথ থেকে উত্তোলনের ঘটনাটি নিয়ন্ত্রণ হয়েছে ইউক্রেন থেকে

ডাচ বাংলা ব্যাংকের বুথ হ্যাক করে টাকা তোলার ঘটনাটি ইউক্রেন থেকে নিয়ন্ত্রণ করা হয়েছে বলে জানিয়েছে মহানগর গোয়েন্দা পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে এক ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।

ব্রিফিংয়ে জানানো হয়, বিশেষ ডিভাইস দিয়ে যখন এটিএম থেকে টাকা তোলা হচ্ছিল তখন হ্যাকাররা ইউক্রেনের একজনের সঙ্গে কথা বলছিল। এ সময় অতিরিক্ত কমিশনার আব্দুল বাতেন জানান, এটিএম মেশিন হ্যাক করে টাকা তুলতে ইউক্রেন থেকে সাতজন বাংলাদেশে এসেছিলেন। তাদের মধ্যে ছয়জন জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি একজনকে আটকের চেষ্টা চলছে।

হ্যাকাররা আট দিনের পর্যটক ভিসায় বাংলাদেশে এসেছিলেন জানিয়ে আব্দুল বাতেন জানান, আট দিন টাকা চুরির পরিকল্পনা ছিল আটককৃতদের। বাংলাদেশে মিশন সফল হলে ভারতে গিয়ে টাকা হ্যাক করার পরিকল্পনা ছিল। বিষয়টি নিয়ে ব্যাংকের আইটি বিশেষজ্ঞদের নিয়ে তদন্ত করা হচ্ছে।

এবারের হ্যাকিং প্রক্রিয়া এ যাবতকালে দক্ষিণ এশিয়ায় কোথাও দেখা যায়নি বলে উল্লেখ করেন গোয়েন্দা কর্মকর্তারা।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877