শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৩:৫৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
চুপিচুপিই বাগদান সারলেন কৃতি-পুলকিত!

চুপিচুপিই বাগদান সারলেন কৃতি-পুলকিত!

স্বদেশ ডেস্ক:

বলিউডের তারকা জুটি পুলকিত সম্রাট ও কৃতি খারবান্দা। দীর্ঘদিন ধরে চুটিয়ে প্রেম করছেন তারা। এ জুটিরে প্রেমের বিষয়টি বি-টাউনে ওপেন সিক্রেট। এদিকে গুঞ্জন চাউর হয়েছে, বাগদান সম্পন্ন করেছেন পুলকিত-কৃতি।

ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজের খবরে জানা যায়, মূলত সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া কয়েকটি ছবিকে কেন্দ্র করে পুলকিত-কৃতির বাগদানের খবর চাউর হয়েছে। এসব ছবিতে বন্ধুদের সঙ্গে দেখা যায় পুলকিত-কৃতিকে।

নীল রঙের একটি আনারকলি পোশাক পরেছেন কৃতি। অন্যদিকে পুলকিতের পরনে সাদা রঙের কুর্তা। দুজনের বাঁ হাতের অনামিকায় শোভা পাচ্ছে আংটি।

এসব ছবি রিয়া লুথরা নামে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে প্রকাশ করা হয়েছে। আর ছবির ক্যাপশনে লেখেন, ‘আশীর্বাদ।’ তবে কৃতি-পুলকিত কেউ-ই এ ছবি প্রকাশ করেননি। এ জুটির বাগদান নিয়ে চর্চা শুরু হলেও এখনো কোনো বক্তব্য দেননি তারা।

২০১৪ সালে সালমান খানের রাখি বোন শ্বেতা রোহিরাকে বিয়ে করেন পুলকিত সম্রাট। কিন্তু বছর ঘুরতেই বিচ্ছেদের সিদ্ধান্ত নেন তারা। ২০১৯ সাল থেকে কৃতির সঙ্গে প্রেম করছেন তিনি।

বেশ কটি সিনেমায় এক সঙ্গে অভিনয় করেছেন পুলকিত-কৃতি। এ তালিকায় রয়েছে ‘বীরে কি ওয়েডিং’, ‘পাগলপান্তি’, ‘তাইশ’।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877