বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫, ০৮:৪৭ পূর্বাহ্ন

শাহরুখের চুম্বনে কাঁপছিলেন ভক্ত

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ৩১ জানুয়ারী, ২০২৪

স্বদেশ ডেস্ক:

২০২৩ সালে শাহরুখ খানের তিনটি ছবি মুক্তি পেয়েছে। ‘পাঠান’, ‘জওয়ান’, ‘ডাঙ্কি’। তিনটি ছবিই বক্স অফিসে সফল। সোমবার যশরাজ স্টুডিওতে এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে কালো লেদার জ্যাকেট আর জিন্স পরে উপস্থিত হন শাহরুখ খান। শাহরুখ মঞ্চে উঠতেই সেখানে ছুটে যান এক যুবক। করমর্দনের জন্য শাহরুখের দিকে হাত বাড়িয়ে দেবেন, না কি তার বুকে ঝাঁপিয়ে পড়বেন, সেটা বুঝতে পারছিলেন না। যুবককে এমন থতমত খেয়ে যেতে দেখে শাহরুখ নিজেই তাকে বুকে টেনে নেন। চুম্বন এঁকে দেন যুবকের কপালে।

শাহরুখের চুম্বনে রীতিমতো কাঁপছিলেন ওই যুবক। প্রায় কেঁদে ফেলেছিলেন। কী বলবেন বুঝে উঠতে পারছিলেন না। সামাজিক যোগাযোগমাধ্যমে ওই ভিডিও ভাইরাল হয়েছে। তবে ভিডিওতে কোনো কথোপকথন শোনা না গেলেও যুবকের আচরণ দেখে বেশ বোঝা গেছে দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ