রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১২:২৩ অপরাহ্ন

জি এম কাদের বিরোধী দলীয় নেতা, উপনেতা আনিসুল ইসলাম

জি এম কাদের বিরোধী দলীয় নেতা, উপনেতা আনিসুল ইসলাম

স্বদেশ ডেস্ক:

অবশেষে জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা হলেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জি এম কাদের)।

রোববার (২৮ জানুয়ারি) স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী জাপা চেয়ারম্যান জি এম কাদেরকে সংসদের বিরোধী দলীয় নেতা এবং জাপার সিনিয়র কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদকে উপনেতা হিসেবে স্বীকৃতি দিয়েছেন।

এদিন জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এতে বলা হয়, ‘জাতীয় সংসদে সরকারি দলের বিরোধীতাকারী সর্বোচ্চ সংখ্যক সদস্য লইয়া গঠিত ক্ষেত্রমত দল বা অধিসঙ্ঘের নেতা গোলাম মোহাম্মদ কাদেরকে (রংপুর-৩) জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধি’র ২(১) (ট) বিধি অনুযায়ী বিরোধী দলীয় নেতা এবং উপনেতা (পারিতোষিক ও বিশেষাধিকার) আইন, ২০২১ মোতাকে চট্টগ্রাম-৫ হতে নির্বাচিত সংসদ সদস্য আনিসুল ইসলাম মাহমুদকে বিরোধী দলীয় উপনেতা হিসেবে স্পিকার স্বীকৃতি প্রদান করিলেন।’

এর আগে গত ১৮ জানুয়ারি দলের চেয়ারম্যান জি এম কাদেরকে বিরোধী দলীয় নেতা, দলটির সিনিয়র কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদকে বিরোধী দলের উপনেতা ও মহাসচিব মজিবুল চুন্নুকে বিরোধী দলীয় চিফ হুইপ মনোনীত করে জাপার নির্বাচিত সংসদ সদস্যরা। এদিন সংসদ ভবনে বিরোধী দলীয় উপনেতার দফতরে জাতীয় পার্টির সংসদীয় দলের সভায় এমন সিদ্ধান্ত নিয়ে তা স্পিকার বরাবর পাঠানো হয়।

গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত বিএনপি-জামায়াতবিহীন নির্বাচনে বিনা বাধায় টানা চতুর্থবারের মতো ক্ষমতায় আসে আওয়ামী লীগ। নির্বাচনে ২৬টি আসনে আওয়ামীয় লীগের সাথে সমঝোতা করেও মাত্র ১১টি আসনে বিজয়ী হয় জাতীয় পার্টির প্রার্থীরা। দলের ভরাডুবিতে জাপায় বিশৃঙ্খলা তৈরির পাশাপাশি বিরোধী দলীয় নেতা হওয়া নিয়েও প্রশ্ন ওঠে। কারণ জাপার চেয়ে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীর বিজয়ী (৬২) সংখ্যাই বেশি। ফলে স্বতন্ত্র এমপিরা মোর্চা করে বিরোধী দল গঠন করতে পারে বলেও আলোচনা সমালোচনা শুরু হয়। এরই মধ্যে রোববার স্পিকারের স্বীকৃতি জি এম কাদের শিবিরে স্বস্তিই দিয়েছে বলা চলে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877