রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৫:৪১ অপরাহ্ন

২ মাসের যুদ্ধবিরতি চুক্তির কাছাকাছি হামাস-ইসরাইল

২ মাসের যুদ্ধবিরতি চুক্তির কাছাকাছি হামাস-ইসরাইল

স্বদেশ ডেস্ক

বন্দীদের মুক্তির বিনিময়ে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ও ইসরাইল একটি যুদ্ধবিরতি চুক্তির কাছাকাছি পৌঁছেছে বলে জানিয়েছে আমেরিকা-ভিত্তিক সংবাদমাধ্যম দ্যা নিউ ইয়র্ক টাইমস।

নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে জানানো হয়েছে, মার্কিন নেতৃত্বাধীন আলোচকরা একটি চুক্তির কাছাকাছি পৌঁছেছে- যেখানে হামাসের হাতে বন্দী ১০০ জনেরও বেশি মুক্তির বিনিময়ে ইসরাইল প্রায় দুই মাসের জন্য গাজা যুদ্ধ বন্ধ করবে।

টাইমস শনিবার জানিয়েছে, আলোচকরা ইসরাইল ও হামাসের একীভূতকরণের প্রস্তাবের একটি খসড়া চুক্তি তৈরি করেছে যা রোববার প্যারিসে আলোচনার মূল বিষয় হিসেবে উপস্থাপিত হবে।

টাইমস বলেছে, হামাস ও ইসরাইলের মধ্যে উল্লেখযোগ্য মতবিরোধ থাকা সত্ত্বেও, আলোচকরা ‘সতর্কতার সাথে আশাবাদী’ যে- এই চুক্তিটি তাদের নাগালের মধ্যে রয়েছে।

টাইমসের প্রতিবেদনে নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দেয়া হয়েছে যারা সংবেদনশীল আলোচনার জন্য নাম প্রকাশ না করার অনুরোধ করেছিলেন।

এদিকে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায়ের পর গাজায় হামলা চালিয়ে ১৭৪ জনকে হত্যা করেছে ইসরাইলি সামরিক বাহিনী। এছাড়া আহত হয়েছে ৩১০ জন। এ নিয়ে গাজায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ২৬ হাজার ২৫৭ জনে। এছাড়া আহত হয়েছে ৬৪ হাজার ৭৯৭ জন।

উল্লেখ্য, গাজায় ইসরাইলের গণহত্যা বন্ধ করতে দক্ষিণ আফ্রিকার করা মামলার রায় শুক্রবার দিয়েছে আন্তর্জাতিক বিচার আদালত। হেগে আদালত ছয়টি নির্দেশনা দিয়েছে।

এগুলো হলো :
১. আদালত বলেছে, এই মামলায় আদেশ দেয়ার এখতিয়ার রয়েছে তাদের।
২. আদালত গণহত্যা প্রতিরোধ করতে, গণহত্যার উস্কানির শাস্তি দিতে নির্দেশ দিয়েছে ইসরাইলকে।
৩. গণহত্যা বন্ধ করতে সব পদক্ষেপ গ্রহণ করতে ইসরাইলকে নির্দেশ দিয়েছে আদালত।
৪. অবরুদ্ধ গাজা উপত্যকায় আরো মানবিক সাহায্য পাঠানোর ব্যবস্থা করতে ইসরাইলকে নির্দেশ দিয়েছে আদালত।
৫. আদালত ফিলিস্তিনিদের রক্ষা করতে আরো পদক্ষেপ গ্রহণ করার ওপর গুরুত্বারোপ করেছে। তবে যুদ্ধবিরতির নির্দেশ দেয়নি।
৬. এক মাসের মধ্যে প্রতিবেদন দাখিল করার জন্য ইসরাইলকে নির্দেশ দিয়েছে আদালত।
সূত্র : দ্যা নিউ ইয়র্ক টাইমস

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877