মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫, ০৮:৩১ পূর্বাহ্ন

চট্টগ্রামে ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

চট্টগ্রামে ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

স্বদেশ ডেস্ক:


চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় ট্রাকচাপায় নিহত হয়েছেন মোটরসাইকেলের তিন আরোহী।

সোমবার (২২ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার সড়কের পদুয়া নয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- লোহাগাড়ার পদুয়া এলাকার জালাল আহমদের ছেলে মো: আবছার (৪০), চুনতি এলাকার আব্দুল কাদেরের ছেলে জুবায়ের (২৫) ও রাঙ্গুনিয়া থানার বাবুলের ছেলে মো: জাহেদ (২৭)।

দুর্ঘটনা এবং তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগাড়া ফায়ার স্টেশনের টিম লিডার মো: জাহাঙ্গীর আলম।

তিনি  বলেন, ‘আমরা পুলিশের মাধ্যমে খবর পেয়ে ট্রাকের নিচ থেকে তিনজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করেন। মোটরসাইকেলটি ধুমড়ে-মুচড়ে গেছে। পরে আমরা ট্রাক ও মোটারসাইকেলটি উদ্ধার করেছি।’

প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রাম-কক্সবাজার সড়কের লোহাগাড়ার পদুয়ার নয়াপাড়া এলাকায় চট্টগ্রামমুখী একটি ট্রাক পেছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি ধুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

দোহাজারী হাইওয়ে থানার ওসি খান মোহাম্মদ এরফান বলেন, ট্রাক-মোটারসাইকেল সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়েছে। ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেছে। ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আনইগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877