স্বদেশ ডেস্ক:
বিশ্বকাপে বাঁচা-মরার লড়াইয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। একাদশে দুই পরিবর্তন এনে আয়ারল্যান্ড অনুর্ধ্ব-১৯ দলের মুখোমুখি হয়েছে জুনিয়র টাইগাররা। সুপার টুয়েলভ নিশ্চিত করতে হলে মাহফুজুরদের সামনে জয়ের বিকল্প নেই।
ব্লুমফন্টেইনে খেলা শুরু হয়েছে বেলা ২টায়। যেখানে টসে জিতে আগে ফিল্ডিং করছে বাংলাদেশ।
এর আগে প্রথম ম্যাচে ভারতের কাছে শোচনীয়ভাবে হেরে যায় বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দল। বিপরীতে নিজেদের প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রকে হারায় আইরিশ যুবারা। এমনকি পয়েন্ট টেবিলের শীর্ষে আছে তারা। ফলে আসরে টিকে থাকতে হলে জয় ছাড়া অন্য পথ নেই।
বাংলাদেশ একাদশ : আশিকুর রহমান শিবলি (উইকেটরক্ষক), আদিল বিন সিদ্দিক, চৌধুরী রিজওয়ান, আরিফুল ইসলাম, আহরার আমিন, মোহাম্মদ শিহাব জেমস, মাহফুজুর রহমান রাব্বি, পারভেজ রহমান জীবন, রাফিউজ্জামান রাফি, রোহানাত দৌলাহ বর্ষণ ও মারুফ মৃধা।