স্বদেশ ডেস্ক: টেস্ট ওপেনার হিসেবে রোহিত শর্মার কেরিয়ার যেমন দুর্দান্ত দিকে মোড় নিয়েছে, তেমনই মহম্মদ সামিও রিভার্স সুইংয়ের ‘রাজা’ হয়ে উঠতে পারেন। বক্তার নাম শোয়েব আখতার। নিজের ইউটিউব চ্যানেলে পাক ক্রিকেটার শোয়েব বলেছেন, ‘রোহিত শর্মাকে যে টেস্ট টিমে খেলানো উচিত, অনেক আগে থেকে বলে আসছি। ওপেনার হিসেবে অভিষেক টেস্টের দুই ইনিংসে পর পর সেঞ্চুরি করে ও সেটা প্রমাণ করল। ওর টেস্ট কেরিয়ার এ বার দারুণ দিকে মোড় নেবে।’
আর সামি? শোয়েবের ব্যাখ্যা, ‘বিশ্বকাপের সেমিফাইনাল থেকে ভারত বিদায় নেওয়ার পর সামি একদিন আমাকে ফোন করে বলেছিল, ও দুঃখে আছে। দেশের হয়ে সেরাটা দিতে পারছে না বলে। আমি ওকে বলেছিলাম, ফিটনেসের দিকে নজর দাও। তোমার সামনে ভালো কয়েকটা সিরিজ আছে।’ সঙ্গে জুড়ে দিয়েছেন, ‘আমি সামিকে বলেছিলাম, ওকে আমি ভয়ঙ্কর পেসার হিসেবে দেখতে চাই। ওর সিম, সুইং দুই-ই আছে। সেই সঙ্গে ওর রিভার্স সুইংটাও আছে। উপমহাদেশের খুব বোলারদের যে স্কিলটা আছে। সামিকে আমি বলেইছি, রিভার্স সুইংয়ের রাজা হওয়ার সমস্ত মশলা তোমার মধ্যে আছে।’
বিশাখাপত্তনমে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেট নিয়েছেন সামি। মূলত তিনিই ভেঙেছেন প্রোটিয়াদের। যা দেখে শোয়েব বলছেন, ‘পাটা উইকেটে সামি কেমন বল করল, সেটা সবাই দেখেছে। ওর পারফরম্যান্স দেখে আমি সত্যিই খুব খুশি।’
ভারতীয় পেসার সামি যখন এগিয়ে গিয়েছেন শোয়েবের মতো প্রাক্তনের কাছে টিপস নেওয়ার জন্য, তখন পাকিস্তানি পেসাররা কখনও তাঁর কাছে পরামর্শই চাননি। আক্ষেপ নিয়ে শোয়েব বলেছেন, ‘দুঃখের কথা হল, পাক পেসাররা কখনওই আমার কাছে জানতে চায়নি, উন্নতি করার জন্য কী করা দরকার।’