বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ০৪:৪৯ অপরাহ্ন

সামনে নানান রকমের গেম হবে, প্রস্তুত থাকেন: শামীম ওসমান

সামনে নানান রকমের গেম হবে, প্রস্তুত থাকেন: শামীম ওসমান

স্বদেশ ডেস্ক:

আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীদের উদ্দেশে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান বলেছেন, ‘সামনে নানান রকমের গেম হবে। আপনারা মেন্টালি প্রস্তুত থাকেন। আওয়ামী লীগের বিরুদ্ধে না, সারাদেশের বিরুদ্ধে হবে। দেশকে ধ্বংস করার জন্য হবে। আপনার, আমার ভবিষ্যতকে ধ্বংস করার জন্য হবে। ভৌগোলিকভাবে অনেক কিছু ঘটছে। সবকিছু প্রকাশ করা সম্ভব নয়।’

আজ বুধবার সন্ধ্যায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের নম পার্কে নির্বাচনী পুনর্মিলনী সভায় এসব কথা বলেন তিনি।

শামীম ওসমান বলেন, ‘মিয়ানমারের বিদ্রোহীরা এ দেশের বর্ডারে যেখান দিয়ে রোহিঙ্গারা এসেছে, সেই জায়গা তারা দখল নিয়ে নিয়েছে। ওই দিনে চায়নার (চীন) বর্ডারও তারা দখল নিয়ে নিয়েছে। এগুলো কিন্তু আন্তর্জাতিক রাজনীতির সঙ্গে সম্পৃক্ত রয়েছে। সুতরাং আমরা একটা ক্রাইসিস ওভারকাম করতে যাচ্ছি। যা আসবে দেখা যাবে, ইনশাআল্লাহ। আমরা হারব না কখনো। কারণ, প্রধানমন্ত্রীর ওপরে আমাদের ভরসা আছে।’

তিনি বলেন, ‘এবার বাংলাদেশের মানুষকে না খাইয়ে মারার পরিকল্পনা হবে। অনেক বড় বড় শক্তি এবার জঘন্য জঘন্য খেলা নিয়ে মাঠে নামবে। তারা অলরেডি নেমে গেছে। সারা পৃথিবীতে সমস্যা দেখা দিয়েছে। আপনি টাকা দিয়েও জিনিস কিনতে পারবেন না। এর কারণ হচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনের ওপরে হামলা। নতুন করে ইয়েমেনে হামলা। এ ছাড়া শুনতেছি, ইরানের সঙ্গে ঝামেলা লেগে যেতে পারে। এটা হলে পৃথিবীর মানচিত্রে অনেক কিছু বদলে যাবে।’

নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য বলেন, ‘এসব যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে পণ্যের দাম বেড়ে গেছে। এমনও হচ্ছে টাকা নিয়ে পণ্য পাওয়া যাচ্ছে না। এ কারণে প্রধানমন্ত্রী বলে আসছেন, কেউ এক ইঞ্চি জায়গাও ফেলে রাখবেন না। কারণ তিনি সুদূরপ্রসারী চিন্তা করেন। উনি বুঝতে পেরেছেন ক্রাইসিস আসছে।’

নিজের রাজনীতি নিয়ে শামমীম ওসমান বলেন, ‘আমি ধান্দা করি নাই। রাজনীতি যদি ধান্দা হিসেবে নিতাম ব্যবসা হিসেবে নিতাম তাহলে ২০২৩ সালে এসে বাড়িঘর বন্ধক রাখতে হয় না। আমি রাজনীতি মানে বুঝি ইবাদত, মানুষের সেবা করা। এই সিট শেখ হাসিনার আমানত, এই সিট আওয়ামী লীগের আমানত। আমার দলের ভেতরে যদি কেউ খারাপ লোক থেকে থাকে তাকে আমি আমার সঙ্গে রাখবো না। আই ডোন্ট কেয়ার, সে কে?’

এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ মো. বাদল, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান চন্দন শীল, সাধারণ সম্পাদক খোকন সাহা, ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম শওকত আলী, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজাম প্রমুখ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877